Rachana Banerjee: কুম্ভে গেরুয়া পোশাকে, ত্রিবেণী সঙ্গমে সবুজ! রচনার 'রংমিলান্তি'-র কারণ কী জানেন?

Last Updated:

Rachana Banerjee: প্রয়াগে ডুব দিয়ে স্নান করে বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা, ত্রিবেনীতে মাথায় জল ছিটিয়ে বললেন দারুন! হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকেও ছিল চমক। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পূন্যস্নান করেছিলেন গেরুয়া কাপরে।

+
কুম্ভে

কুম্ভে গেরুয়া পোশাকে, ত্রিবেণী সঙ্গমে সবুজ!

হুগলি: প্রয়াগে ডুব দিয়ে স্নান করে বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা, ত্রিবেনীতে মাথায় জল ছিটিয়ে বললেন দারুন! হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকেও ছিল চমক। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পূন্যস্নান করেছিলেন গেরুয়া কাপরে। আজ ত্রিবেনী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে। বললেন আমি কালার থেরাপি করি। উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।সেই স্থানের ভিডিও তার সামাজিক মাধ্যমে দিয়েছিলেন। আর ত্রিবেণী কমবে এসে এ কথাই বললেন তিনি।
আরও পড়ুনঃ যদি টানা ৪৫দিন চিনি না খান তবে শরীরের কী হবে জানেন? সুগার তো কমবেই, আরও ২রোগ নির্মূল হবে
তৃণমূল সাংসদ বলেন, সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব। ওখানে খুব ভাল ব্যবস্থাপনা ছিল। অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল।
advertisement
ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না। তবে, আমি যেদিন গেছি সেদিন খুব ভালদেখেছি। এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে।কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি।ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরো বেশি তৎপর হয়েছে।কোটি কোটি লোক ওখানে গেছে। মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কি হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঐশ্বর্য নন, জয়া-অমিতাভের বাড়ির এই বৌমাই সকলের চোখের মণি! সুন্দরী অভিনেত্রীর ঝুলিতে একগাদা হিট
ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভাল।সব দফতর মিলে একসঙ্গে কাজ করেছে। প্রাণের ঘাট গুলোর একটু সংস্কার করা প্রয়োজন।আমি আমার সাধ্যমত চেষ্টা করব।মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না।গঙ্গাজল মাথায় নিলাম। আজ মাঘী পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যাই তাহলে কীকরে হয়। প্রয়াগরাজে যে গেরুয়া পোশাক ছিল আর ত্রিবেণীতে সবুজ কেন এ প্রশ্নে রচনা বলেন, আজকে বুধবার আমি সবুজ পরি। আর তাছাড়া আমি কালার থেরাপি করি।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: কুম্ভে গেরুয়া পোশাকে, ত্রিবেণী সঙ্গমে সবুজ! রচনার 'রংমিলান্তি'-র কারণ কী জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement