Bangla News: দু'মুঠো ভাতের আশা, মিলছে না সরকারি ভাতা! অসহায় সুকুমারের 'কথা' কেউ শুনছেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Bangla News: জন্ম থেকেই মূক ও বধির। পান না সরকারি ভাতাও। সংসার চালাতে হিমশিম অসহায় সুকুমার। এবার কী হবে?
কোলাঘাট: জন্ম থেকেই মূক ও বধির। মিলছে না সরকারি সহায়তা। অসহায় ভাবে দিন কাটছে এক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির। জন্ম থেকেই মূক ও বধির তিনি। পান না সরকারি ভাতাও। সংসার চালাতে নির্মাণ শ্রমিকের কাজ করেন।
কিন্তু বর্তমানে শরীর সায় দিচ্ছে না। সংসারে হাঁড়ি চড়ছে না। ফলে অসহায় ভাবে দিন কাটছে তাঁর। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পারুলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার মণ্ডল। জন্মের পর থেকেই বিশেষ ভাবে সক্ষম। বর্তমান বয়স প্রায় পঞ্চাশ। তাঁর রয়েছে প্রতিবন্ধকতার শংসাপত্র। তারপরেও মিলছে না সরকারি সহায়তা।
আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন
অসহায় দরিদ্র এই ব্যক্তি, কম বয়সে সংসার চালানোর জন্য র্নিমাণ শ্রমিকের কাজ করতেন। বর্তমান বয়স ৫০-এরও বেশি। সংসারের চাহিদায় কাজ করার ইচ্ছে থাকলেও শরীর সায় দিচ্ছে না। তাই কাজ বন্ধ করে বাড়িতেই থাকেন। বর্তমানে তাঁর আয় শূন্য। এই শূন্য পকেটে নিজের-সহ পরিবারের পাশে থাকার একমাত্র ভরসা সরকারি সহায়তা। কিন্ত তাতেও সমাধান পাচ্ছেন না।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলিতে পাশ করা কঠিন, তবে চাকরি পেলেই বিপুল বেতন! জানুন
দীন-দরিদ্র এই বিশেষ ভাবে সক্ষম এই ব্যক্তি। পরিবারের লোকজনের দাবি, প্রতিবন্ধী ভাতা থেকে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা কোনও কিছুই পাননি সুকুমার বাবু। বারবার সরকারি অফিসে অফিসে ঘুরেছেন কিন্তু প্রতিবারই তাঁর সরকারি সুবিধে পাওয়ার আশা বিফল হয়েছে। বর্তমানে কর্মহীন হয়ে তিনি অসহায় ভাবে দিন কাটাচ্ছেন।
advertisement
বর্তমান সময়ে যেখানে সক্ষম কর্মঠ মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে সুকুমার মণ্ডলের মতো ব্যক্তি সংসারে অর্থনৈতিক চাহিদা থাকলেও সেই চাহিদা পূরণে ব্যর্থ দৈহিক কারণে। তাই তিনি আজ সম্পূর্ণ অসহায়। সুকুমার মণ্ডলের পরিবারের আশা, দ্রুত সরকার পাশে দাঁড়াবে। বিষয়টি নিয়ে কোলাঘাট ব্লকের সভাপতি সুরজিৎ মান্না মৌখিক জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবেন।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দু'মুঠো ভাতের আশা, মিলছে না সরকারি ভাতা! অসহায় সুকুমারের 'কথা' কেউ শুনছেন?