Bangla News: মাছ ভেবে জলে ফেলল জাল, ভারী এ কী উঠে এল, দেখেই চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Bangla News: সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর জালে উঠল প্রায় ছয় ফুটের একটি কুমির। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির এলাকায়।
বাসন্তী: সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর জালে উঠল প্রায় ছয় ফুটের একটি কুমির। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির এলাকায়। কুমিরটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের মধ্যে রেখেছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকে।
দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর ভাঙনখালির বাসিন্দা আলামিন মোল্লা অন্যান্য দিনের মতোই মাতলা নদীতে জাল পেতে ছিলেন মাছ ধরার জন্য। গভীর রাতে যখন তিনি জাল তুলতে যান তখনই দেখতে পান জালে একটি কুমির উঠেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী ।
advertisement
advertisement
জাল ঝাড়ার সময় কুমিরটি নৌকার ভেতরে ঢুকে যায়। ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্থানীয় কয়েকজন যুবকের সাহায্যে কুমিরটিকে নৌকা থেকে উদ্ধার করেন ওই মৎসজীবী । এই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এরপরেই শিমুলতলা পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁরাই ঝড়খালি বনদফতরের অফিসে খবর দেয়।
বনদফতরের লোকজন তড়িঘড়ি ভাঙনখালিতে হাজির হয়। কুমিরটি উদ্ধার করে ঝড়খালি বনদফতরে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে যে, মৎস্যজীবীদের জালে যে কুমিরটি ধরা পড়েছিল সেটি ৬ ফুট লম্বা স্ত্রী কুমির। তার শারীরিক পরীক্ষা করা হয়। সুস্থ থাকায় কুমিরটিকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাছ ভেবে জলে ফেলল জাল, ভারী এ কী উঠে এল, দেখেই চক্ষু চড়কগাছ সকলের