Bangla News: নিউ টাউনের বাড়িতে ঢুকে পড়ল পুলিশ, গ্রেফতার শুভেন্দুর ভাইয়ের ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর!
- Written by:Sujit Bhoumik
- local18
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: কাঁথি পৌর এলাকার খরগো চন্ডী শ্মশান ভূমিদূতির মামলায় তাঁকে গ্রেফতার করা হল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
কাঁথি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোটভাই কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাবেদ আখতারকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। মঙ্গলবার রাতে কলকাতার নিউ টাউনের তার নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ।
কাঁথি পৌর এলাকার খরগো চন্ডী শ্মশান ভূমিদূতির মামলায় তাঁকে গ্রেফতার করা হল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তৎকালীন কাউন্সিলর থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে শ্মশানের জমির উপর স্টল বানিয়ে বেআইনিভাবে বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: দিঘা যাওয়ার রাস্তায় ভোররাতে কী মারাত্মক ঘটনা! পুড়ে মৃত্যু চালকের, কারণ শুনলে আঁতকে উঠবেন
advertisement
গ্রেফতার করে মঙ্গলবার রাতে কাঁথি থানায় আনা হয়েছে। বুধবার তমলুক আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথি পৌর এলাকায় পথবাতি দুর্নীতি নিয়েও চাপে পড়েছিলেন ওই নেতা। কিন্তু এই শ্মশান দুর্নীতি জাবেদ আখতারের বিরুদ্ধে সবচেয়ে জরুরি মামলা বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে কাঁথিতে হইচই পড়ে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 26, 2023 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নিউ টাউনের বাড়িতে ঢুকে পড়ল পুলিশ, গ্রেফতার শুভেন্দুর ভাইয়ের ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর!










