Bangla News: প্রাক্তন পুলিশ কর্তার ছেলের সঙ্গে যা ঘটল, ঝাড়খণ্ড ছুটল পুলিশ! যে কোনও দিন ঘটতে পারে আপনার সঙ্গেও

Last Updated:

Bangla News: সাইবার প্রতারণার শিকার রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, গ্রেফতার মূল অভিযুক্ত।

গ্রেফতার ১
গ্রেফতার ১
বিধাননগর: এবার সাইবার প্রতারণার শিকার রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার ছেলে। ঝাড়খণ্ডে হানা দিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর রাজ্যের প্রাক্তন ডিজিপি অভিন্দ কুমার মালিওয়ালের ছেলে বিক্রম মালিওয়াল বিধান নগর সাইবার ক্রাইম থানার অভিযোগ করেন যে, তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে জাস্ট মানি বাই নাও পে লেটার নামের একটি অনলাইন শপিং লোন অ্যাপের বিশ্বস্ত গ্রাহক ছিলেন।
গত ১ ফেব্রুয়ারি তার কাছে একটি নম্বর থেকে ফোন আসে এবং সেখানে তাকে ওই সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি তাকে জানান, যে তার সিভিল স্কোর আপডেট করতে হবে। তার জন্য তাকে একটি অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে তাকে সেই ফর্ম লিঙ্ক পাঠানো হয়, সেই হোয়াটসঅ্যাপে ওই সংস্থার লোগো ব্যবহার করা হচ্ছিল বলে তিনি অভিযোগে জানান।
advertisement
advertisement
এরপর এই সেই লিংকে প্রবেশ করে তিনি ফর্ম ফিলাপ করেন। এরপরই তিনি সংস্থার তরফ থেকে মেইল পান সেখানে তিনি জানতে পারেন তার নামে বেশ কিছু অনলাইন শপিং করা হয়েছে, যার মূল্য ১ লক্ষ ২১ হাজার ৫৮৬ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইমথানার দ্বারস্থ হন তিনি।
advertisement
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ঝাড়খণ্ডের একটি গ্যাং এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এরপরই ঝাড়খণ্ডে হানা দেয় বিধান নগর সাহেবের কান থানার পুলিশ। ঝাড়খণ্ডের বোকারো জেলা থেকে অজয় কুমার মাহাতো নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, পেটিএম ডেবিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, একটি সাউন্ড বার এবং একটি এলইডি স্মার্ট টিভি উদ্ধার করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, এই সংস্থার নাম করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করত এই প্রতারণা চক্র এবং তাদের থেকে এই সংস্থার অ্যাপের যে ডিটেলস সেটি সংগ্রহ করে অন্যের নামে প্রোডাক্ট ক্রয় করতো এই প্রতারণা চক্র। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে । অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের আরও যারা যুক্ত আছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: প্রাক্তন পুলিশ কর্তার ছেলের সঙ্গে যা ঘটল, ঝাড়খণ্ড ছুটল পুলিশ! যে কোনও দিন ঘটতে পারে আপনার সঙ্গেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement