Bangla News: বেরিয়েই চলেছে তেল, ভিজল গাছের পাতাও! দেখতে ছুটল জিএসআই

Last Updated:

Bangla News:গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বার হওয়ার পরিমাণ আরও বাড়ছে৷ বাড়ির বিভিন্ন অংশ-সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে৷ এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই আশঙ্কায় পুরো পরিবার৷

+
তেল

তেল নমুনা সংগ্রহ করছে 

দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বার হওয়ার পরিমাণ আরও বাড়ছে৷ বাড়ির বিভিন্ন অংশ-সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে৷ এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই আশঙ্কায় পুরো পরিবার৷ পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ ক্যামেরা লাগানোর পরামর্শ৷ এরইমধ্যে বৄহস্পতিবার দুপুরে বাড়িতে এসে তেলের নমুনা সংগ্রহ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল ৷
আরও পড়ুনঃ সূর্যের ‘মৃত্যু’তেই শেষ হবে পৃথিবী! আর ‘ঠিক’ কতদিন আয়ু সূর্যের? বিজ্ঞানীরাই শিউরে উঠলেন ভয়ে
প্রতিনিধি দলের অন্যতম সদস্য সৌরভ খাঁ, যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার ডাইরেক্টর, তিনি জানান তাঁরা স্যাম্পেল কালেক্ট করেছেন ৷ তাঁরা এটি পরীক্ষা করে দেখবেন৷ প্রাথমিকভাবে তাঁদের পোড়া ভেজিটেবল তেল বলে মনে হচ্ছে ৷ মাটির নীচ থেকে এর সোর্স নয় বলেই প্রাথমিকভাবে তাঁদের মনে হচ্ছে ৷ যদিও পরীক্ষার পরেই বিস্তারিতভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি ৷
advertisement
রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁরা গড়িয়ার ফরতাবাদ এলাকায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন৷ প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডানদিকের অংশে হঠাৎই তেল বের হতে দেখা যায় ৷ বিষয়টি নিতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন৷
advertisement
আরও পড়ুনঃ যমের দুয়ারে কোলেস্টেরল! এই ৪ কাজেই রাতারাতি খেল খতম, নির্মূল হার্ট অ্যাটাকের চান্স
রাজপুর সোনারপুর পুরসভা, নরেন্দ্রপুর থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ায় তারা লিখিতভাবে জানান ৷ ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেছেন৷ আজ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়৷ উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধিরাও ৷ তবে এখনও পর্যন্ত তেল বার হওয়ার কারণ জানতে না পারায় আতঙ্কিত পুরো পরিবার ৷
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বেরিয়েই চলেছে তেল, ভিজল গাছের পাতাও! দেখতে ছুটল জিএসআই
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement