Bangla News: ফাঁকা মাঠে ছোপ-ছোপ রক্ত, কার? সামনে এল ভয়ঙ্কর সত্য! কাঁপছে এলাকাবাসী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ ফুলবাড়ি এলাকায় রাস্তার পাশের ফাঁকা মাঠে তপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ফুলবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম তপন বিশ্বাস। বয়স আনুমানিক ৪০ বছর। সে ফুলবাড়ি এলাকার বাসিন্দা। নহাটা বাজারে তিনি টাকা সুদে খাটাতেন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূড়ের রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে বৃহস্পতিবার রাতে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ ফুলবাড়ি এলাকায় রাস্তার পাশের ফাঁকা মাঠে তপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা খবর দেয় গোপালনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তার গলায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। শুধুই কি ব্যবসায়ী শত্রুতার জেরে খুন? না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।
advertisement
advertisement
গোপালনগরের ফুলবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে খুন হয় ব্যবসায়ী তখন বিশ্বাস। যেখানে দেহ পরে থাকতে দেখেছিল স্থানীয় মানুষ সেখানে রয়েছে রক্তের ছাপ। স্থানীয় মানুষের দাবি আতঙ্কে রয়েছেন তারা। দীর্ঘ ২৫ বছরে এই এলাকায় এমন ঘটনা ঘটেনি। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
advertisement
তপন বিশ্বাসের স্ত্রী রিতা বিশ্বাসের দাবি, সুদে টাকা খাটাতেন তপন। অনেকের কাছেই টাকা পেতেন কিন্তু কারও সঙ্গে শত্রুতা ছিল বলে তার জানা নেই। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 10:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফাঁকা মাঠে ছোপ-ছোপ রক্ত, কার? সামনে এল ভয়ঙ্কর সত্য! কাঁপছে এলাকাবাসী