Bangla News: পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া ছেলে, রক্ষাকর্তার নাম রিপন! কে তিনি?

Last Updated:

খবর পেয়েই তৎপরতার সঙ্গে ইয়াসকে খুঁজে ফিরিয়ে দেয় পরিবারের কাছে। (Bangla News)

Bangla News
Bangla News
#বীরভূম: হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে দিয়ে পরিবারের মুখে হাসি ফোটালেন পরিযায়ীদের বন্ধু রিপন। বাবার কাছে বকা খেয়ে বাড়ি ছেড়ে ছিল বীরভূম জেলার পাইকর থানার মুরারই ২ নম্বর ব্লকের রামচন্দ্রপুর গ্রামের ১৩ বছরের ছেলে ইয়াস সেখ । ঠিক তারপরই ছেলেকে খুঁজে পেতে সাহায্য করেনি প্রশাসন, এমনই অভিযোগ পরিবারের। খবর পায় পরিযায়ী শ্রমিকদের বন্ধু রিপন। খবর পেয়েই  তৎপরতার সঙ্গে  ইয়াসকে খুঁজে ফিরিয়ে দেয় পরিবারের কাছে । (Bangla News)
দীর্ঘদিন ধরে লকডাউনে বন্ধ ছিল স্কুল-কলেজ । গ্রামের দিকে উন্নত স্কুল ও উন্নত ইন্টারনেট পরিষেবা না থাকার জন্য অনেক ছেলেমেয়ে অক্ষরজ্ঞানহীন হয়ে পড়েছে । অনেক ছেলে-মেয়ে স্কুলছুট হয়ে গেছে । কিন্তু তার মধ্যেও স্বপ্ন দেখছেন গ্রামের দিনমজুর পরিবারের মানুষগুলো । দিনমজুর পরিবারগুলো পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুঃখ দুর্দশা দেখে অভ্যস্ত তাই তারা চাইছে না তাদের ছেলেমেয়েগুলো তাদের মত পরিযায়ী শ্রমিক হোক । দুঃখ ও অনটনের সংসারে ছেলেমেয়েদের পড়াশোনার কোনো ত্রুটিই রাখছেন না গ্রামের মানুষগুলো । ঠিক তেমনই প্রতিটি বাবা-মায়ের মতোই ইয়াসের বাবা-মা চেয়েছিল তাদের ছেলেকে মস্ত বড় অফিসার বানাবেন ।  কিন্তু ইয়াসের দুরন্তপনায় চিন্তিত ছিল তার বাবা মা।
advertisement
আরও পড়ুন: বর্ধমান স্টেশনে পুলিশি হানা! মানুষ নয়, আলোচনার কেন্দ্রে ১৯৪টি পাখি!
হঠাৎ একদিন ইয়াস স্কুলে না গিয়ে খেলতে গেলে তার বাবা শাবরুল সেখ তাকে বকাঝকা করেন । বাবার কথায় রাগ করে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ বাড়ি থেকে পালিয়ে যায় ১৩ বছর বয়সের ইয়াস সেখ । অনেক খোঁজাখুঁজি করার পর তার খোঁজ মেলে পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলাতে । তারপরই ছেলেকে ফিরে পেতে সব ধরনের চেষ্টা চালিয়েছিলেন ইয়াসের বাবা । ছেলের সন্ধান পেতে পুলিশ স্টেশনে যোগাযোগও করেন তিনি । কিন্তু ছেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মিসিং ডায়েরি হয়নি , একটি জেনারেল ডায়েরি করে তাদের ফিরিয়ে দেয় পুলিশ । তারপর ছোট্ট ছেলেকে ফিরে পেতে গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে বিধায়কের দরবার ছোটা-ছুটি করেছেন রহিমা ও শাবরুল ।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘরে ঘরে এই জুটির চর্চা, গুমা থেকে মুম্বই কাঁপাচ্ছে সুব্রত-সঞ্চিতা!
ছেলেকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে চেষ্টায় কোন ত্রুটি রাখেনি শাবরুল । শেষে বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলার সহযোদ্ধা মোহাম্মদ রিপনের ছেলে হারানোর এই কথাটি জানতে পারেন । তারপরই মুরারাই বিধানসভার বিধায়কের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আলম সেখ সমস্ত ব্যাপারটি খুলে বলেন রিপনকে । রিপন সমস্ত ঘটনা শোনার পর যোগাযোগ করেন ইয়াশের মামা জিয়ারুল ও ওই গ্রামের যুবক লিটনের সাথে । তাদের সাথে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দেন রিপন । রিপন জানান, " ইয়াসের মামার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর মনটা যেন ব্যাকুল হয়ে গেছিলো । ছোট্ট ইয়াস প্রায় দুমাস ধরে শিলিগুড়ির হোমে বন্দি ছিল । দুরন্ত ইয়াসের বয়সটা এই খোলা আকাশের নিচে প্রাণভরে নিঃশ্বাস নেওয়া ও কোলাহল করার কিন্তু সে তোতাপাখির মতো খাঁচাবন্দি শিলিগুড়িতে । "
advertisement
ইয়াসের মামা আরো জানান , " বীরভূম জেলা চাইল্ড লাইন থেকে কয়েকজন অফিসার আমাদের বাড়িতে এসে সার্ভে করে গেছে কিন্তু ১৫ দিন হওয়ার পরও এখনো আমরা আমাদের ভাগ্নেকে পায়নি । ছেলেটি আমাদের রাজ্যে আছে অথচ একটি ছেলেকে ফিরে পেতে এতটা কি সময় লাগে ? প্রশাসনের তৎপরতায় কি তাড়াতাড়ি ছোট্ট ইয়াসকে ঘরে ফিরে পাওয়া যেত না ? " তারপরই সবটা জেনে রিপন ছোট্ট ইয়াসকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিতে চেষ্টা শুরু করে । তিনি যোগাযোগ করেন বীরভূম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট , চাইল্ড লাইন আধিকারিক ও পশ্চিমবঙ্গ রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের সেক্রেটারি , জয়েন্ট সেক্রেটারি , ডেপুটি সেক্রেটারি , শিলিগুড়ি জেলা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সাথে । তারপরই যোগাযোগ করা হয় বীরভূম ডিস্ট্রিক চাইল্ড প্রোটেকশন ইউনিটের অফিসারদের সঙ্গে । অবশেষে সোমবার ছেলেটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় । এদিকে রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম ও সম্পাদিকা মনীষা ব্যানার্জিরা রিপনের এই কাজে অত্যন্ত খুশি ।
advertisement
এদিকে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজরিন সুলতানা জানান,  " ছেলেটি বাড়িতে ফিরে এসেছে তার বাবা-মায়ের কোল খুব আনন্দ হচ্ছে । রিপনের কাছে আমি ব্যাপারটা শুনেছিলাম এবং তাকে আমার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতায় সমস্ত ধরনের আশ্বাস দিয়েছিলাম । রিপন আমারই গ্রামের ছেলে অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী একজন ছেলে । সব সময় মানুষের কথা ভাবে মানুষের জন্য কাজ করে । লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের রক্তের ব্যবস্থা , যেকোন সমস্যার সমাধানে সর্বদা এগিয়ে যান । সমাজের জন্য রিপন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বারবার । "
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া ছেলে, রক্ষাকর্তার নাম রিপন! কে তিনি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement