আনিশ উদ্দিন মোল্লা, কুলপি: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন কুলপিতে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ৭০ জন তৃণমূল কর্মী যোগদান করল বিজেপিতে। সোমবার কুলপির বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মানস দাস ৭০ জন তৃণমূল কর্মীকে নিশ্চিন্তপুরে বিজেপি নেতা কৃত্তিবাস সর্দার বিজেপির পতাকা তুলে দেন।
পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি দলে রয়েছেন। কিন্তু বর্তমানে দল দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সেখানে সবার কোনো সম্মান নেই। তাই তিনি বিজেপিতে যোগদান করলেন।
আরও পড়ুন: সে কী! সব তৈরি, তবু যাদবপুরে ভেঙে ফেলা হবে ৫ তলা বিল্ডিং! কারণ শুনলে আঁতকে উঠবেন
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে জানানো হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ থাকতে চাইছে না। তাই এলাকার দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা মানস দাস আজ বিজেপিতে যোগদান করলেন।
আরও পড়ুন: মমতার নিরাপত্তায় বিরাট পদক্ষেপ পুলিশের! হাজরা-কালীঘাট এলাকায় এবার যা হতে চলেছে…
অন্যদিকে, বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, যাদের দলে থাকতে ভালো লাগেনি, তারা দল ছেড়েছেন। এর জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Bengal BJP, TMC