Job: বিধাননগরের রাস্তায় ওঁরা কারা! তবে কি অনির্দিষ্টকাল চলবে এই ঘটনা?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Job: আবারও চাকরি প্রার্থীরা বিধাননগরের রাস্তায়, তবে কি অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভ!
উত্তর ২৪ পরগনা: বিধাননগরের রাস্তায় হঠাৎই বসে পড়লেন চাকরিপ্রার্থীরা। আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীদের উদ্যোগে এদিন করা হয় অভিযান। নিয়োগের দাবিতে রাস্তায় বসে প্রতিবাদ জানান তারা। ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর পুলিশ। জানা গিয়েছে, পরীক্ষা ও পরবর্তী ইন্টারভিউ হলেও নিয়োগ মেলেনি আর তার দাবিতেই চাকরি প্রার্থীরা এই পথ বেছে নিয়েছেন।
সল্টলেকের শৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের সামনে এদিন বিক্ষভে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ঝামেলা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ, আইসিডিএস সুপারভাইজার পদে WBPSC নিয়োগ সুপারিশ প্রাপ্ত ২৯৩১ জনের মধ্যে একই প্যানাল থেকে ১৩৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও, বাকিরা এখনও নিয়োগ পত্র পায়নি।
advertisement
advertisement
তাই বাকিদের দ্রুত নিয়োগ করতে হবে এই দাবি নিয়েই এদিন সরকারি ওই ভবনের সামনে হাজির হন শতাধিক চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয়, চাকরির দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করবে বলেও জানায় অনির্দিষ্টকালের জন্য।
চাকরির দাবিতে ইতিমধ্যেই গান্ধি মূর্তির পাদদেশ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে চাকরিপ্রার্থীদের এবার তার সঙ্গে যুক্ত হল আইসিডিএস সুপারভাইজার পদের চাকরিপ্রার্থীদেরও নাম। এরপর প্রশাসনের তরফ থেকে কি ভূমিকা নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।
advertisement
—— Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 5:02 PM IST