Bangla News: ঠাকুর বিসর্জন করতে এসে তলিয়ে যাচ্ছিলেন গঙ্গায়, পুলিশের তৎপরতায় বাঁচলো প্রাণ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
দশমীর রাতে ঠাকুর ভাসান করতে এসে গঙ্গায় তলিয়ে যাচ্ছিলেন এক যুবক। গঙ্গায় দড়ি ফেলে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
হুগলি: দশমীর রাতে ঠাকুর ভাসান করতে এসে গঙ্গায় তলিয়ে যাচ্ছিলেন এক যুবক। ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি ব্যক্তিকে উদ্ধারের জন্য তৎপর হন কর্মরত পুলিশকর্মীরা। গঙ্গায় দড়ি ফেলে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে নজির তৈরি করেছে পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর সুরকি গঙ্গার ঘাটে। স্থানীয় সূত্রে খবর, জলে তলিয়ে যাওয়া ঐ ব্যক্তির নাম ওঙ্কার দুবে। বছর চল্লিশের ওঙ্কার শ্রীরামপুরের প্রভাসনগরের বাসিন্দা।
দশমীর দিন রাতে স্থানীয় পুজোমন্ডপের প্রতিমা বিসর্জনের জন্য তিনি গঙ্গার ঘাটে এসেছিলেন। সেখানে প্রতিমা বিসর্জন দেওয়ার পরেই জলের স্রোতে তলিয়ে যেতে থাকেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গঙ্গার জলে তলিয়ে যাওয়ার ঘটনাটি দেখতে পেয়ে সেখানে উপস্থিত পুলিশ কর্মিরা তাঁর দিকে দড়ি ছোড়েন। দড়ি ধরে কোন ক্রমে পাড়ে উঠে আসেন ওই ব্যক্তি। পুলিশ তাঁকে উদ্ধার করে তাঁর পরিবারে খবর দেয়। পরিবারের লোকজন ঘাটে আসেন।
advertisement
advertisement
সৌমদীপ দাস নামের এক প্রতক্ষ্যদর্শী জানান, ‘বিসর্জনের পর আমরা ঘাটে বসে মোবাইলে গেম খেলছিলাম কিছুটা দূরে বসে। হঠাৎ দেখি গঙ্গায় স্রোত। পুলিশ কর্মীরা তাঁকে আটকানোর চেষ্টা করেন। এরপরেই উনি প্রায় জলে ডুবে যান। পুলিশ কর্মীদের তৎপর হয়ে তাঁর দিকে দড়ি ছুঁড়ে দিলে তিনি প্রাণে বেঁচে যান।’ প্রসঙ্গত জানা যায় মঙ্গলবার দুপুরে সুরকি ঘাটে রাজীব নায়েক(৪০) এবং তার ছেলে রুদ্র নায়েক (১০)স্নান করতে আসে।দীর্ঘক্ষণ বাড়ি না ফেরার কারণে বাড়ি থেকে তাঁর ফোনে ফোন করা হলে একজন অপরিচিত ব্যক্তি ফোনটা রিসিভ করেন। ওই ব্যক্তি রিসিভ করে জানান এখানে ফোন এবং জামা প্যান্ট আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। তারপর পরিবারের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে।এরপর খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। নিখোঁজের অভিযোগ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত স্নান করতে গিয়ে ডুবে গিয়ে থাকতে পারেন বাবা ও ছেলে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2023 2:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ঠাকুর বিসর্জন করতে এসে তলিয়ে যাচ্ছিলেন গঙ্গায়, পুলিশের তৎপরতায় বাঁচলো প্রাণ