Bangla News: বিভূতিভূষণের সাধের ইছামতির বুকে সাইকেল! দৃশ্য দেখে চমকে উঠছেন সকলে

Last Updated:

Bangla News: উত্তর ২৪ পরগনার বসিরহাট, বাদুড়িয়া, তারাগুনিয়া, স্বরূপনগর সহ বেশ কয়েকটি জায়গায় ইছামতি নদীর ঘাট গুলোতে দেখা যাবে, নিত্যযাত্রীরা নদী পার হচ্ছেন হেঁটে অথবা অনেকেই সাইকেল ঘাড়ে নিয়ে পারাপার হচ্ছেন।

+
ইছামতীতে

ইছামতীতে এ কী কাণ্ড!

উত্তর ২৪ পরগণাঃ দীর্ঘদিনের নদী সংস্কারের অভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাধের ইছামতির বুকচিরে চলছে সাইকেল। নদীর উপর দিয়ে হেঁটে পার হচ্ছেন মানুষজন! কি শুনে অবাক হচ্ছেন! আসলেই তাই! দীর্ঘদিন নদী সংস্কার না হওয়ায় নদীর নব্যতা হারিয়ে নদীর উপর দিয়েই চলছে হেঁটে পারাপার।
উত্তর ২৪ পরগনার বসিরহাট, বাদুড়িয়া, তারাগুনিয়া, স্বরূপনগর সহ বেশ কয়েকটি জায়গায় ইছামতি নদীর ঘাট গুলোতে দেখা যাবে, নিত্যযাত্রীরা নদী পার হচ্ছেন হেঁটে অথবা অনেকেই সাইকেল ঘাড়ে নিয়ে পারাপার হচ্ছেন। আর মাঝি মোল্লাদের নৌকা নদীর চরে বাধা আছে, যা নদীর চরে আটকে রয়েছে। নদীর চরে এমনই ভিন্ন ছবি দেখা গেল ইছামতি নদীর প্রাণকেন্দ্রগুলোতে।
advertisement
advertisement
সাধারণ নিত্যযাত্রী থেকে মাঝি মোল্লাদের দাবি দীর্ঘদিন ইছামতি নদী সংস্কার না হওয়ার পলি জমেছে, যার ফলে নদীর গতিপথ হারিয়েছে। ইছামতি নদীর দৈর্ঘ্য ৩৭৪ কিলোমিটার যেখানে নদিয়া, উত্তর ২৪ পরগনা , বাংলাদেশের চারটি জেলা সংযুক্তি রয়েছে। বিশেষ করে বনগাঁ এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইছামতির অনেক বেশি দৈর্ঘ্য।
advertisement
গরম পড়তে না পড়তে আগেই নদীর জল শুকাতে শুরু করেছে পাশাপাশি দীর্ঘদিন পলি জমে নদীর নব্যতা হারিয়েছে। এর ফলে শঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। অন্যদিকে অনেকেই নদীর উপর জীবিকা নির্বাহ করে মাছ করেন কিংবা কৃষি জমির উপর জল ঢুকিয়ে বিভিন্ন ফসল ফলান। নদীর এমন দশায় চিন্তিত কৃষক-মৎস্যজীবীদের পাশাপাশি ইছামতীর তীরের সাধারণ মানুষ।
advertisement
----জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বিভূতিভূষণের সাধের ইছামতির বুকে সাইকেল! দৃশ্য দেখে চমকে উঠছেন সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement