Purulia News: এ-যেন সিনেমাকে হার মানিয়ে দিল, গ্রিন করিডোর করে রোগী স্থানান্তর পুরুলিয়ায়!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: এ-যেন সিনেমাকেও হার মানিয়ে দেবে। গ্রিন করিডোর করে সরকারি হাসপাতালে রোগী স্থানান্তরিত হল প্রান্তিক জেলা পুরুলিয়ায়। কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এই কাজই করে দেখাল পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও জেলা পুলিশ প্রশাসন। বহুবার মহানগরীর বুকে এই খবর প্রকাশ্যে এসেছে।
পুরুলিয়া: এ-যেন সিনেমাকেও হার মানিয়ে দেবে। গ্রিন করিডোর করে সরকারি হাসপাতালে রোগী স্থানান্তরিত হল প্রান্তিক জেলা পুরুলিয়ায়। কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এই কাজই করে দেখাল পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও জেলা পুলিশ প্রশাসন। বহুবার মহানগরীর বুকে এই খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু জঙ্গলমহল পুরুলিয়াতেও চিকিৎসার মান বিরাট জায়গায় পৌঁছে গিয়েছে তা বারেবারে প্রমাণ করে দিচ্ছে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতাল। ৯৫ বছর বয়সী বৃদ্ধার সফলভাবে টিউমার অপারেশন করে অসাধ্য সাধন করে দেখালপুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জেন ডক্টর পবন মণ্ডল ও তার টিম।
পুরুলিয়া মফস্বল থানা লাগদা গ্রামের ৯৫ বছরের বৃদ্ধা বিভারাণী মজুমদারের গালে একটি ক্ষত হয়েছিল সেই ক্ষতক্যান্সারেরূপান্তরিত হয়েছিল । আর সেই ক্যান্সার সফলভাবে অপারেশন করে দেখালো চিকিৎসকেরা। এ বিষয়ে ডঃ পবন মণ্ডল বলেন , ৯৫ বছর বয়সী বৃদ্ধার অপারেশন খুবই ক্রিটিকাল ছিল। তাও রিস্ক নিয়ে তারা এই অপারেশন করেছেন। তাতেই এত বড় সাফল্য এসেছে। এটা তার কাছেও বিরাট বড় পাওয়া।এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ড. সুকমল বিষয়ী বলেন, ডাক্তারদের এই কাজ খুবই প্রশংসনীয়। এত বড় একটা সার্জারি সফলভাবে তারা করে দেখিয়েছেন এর জন্য তাদের নিয়ে তিনি খুবই গর্ববোধ করছি। এরই পাশাপাশি পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য তাদের কেউ ধন্যবাদ জানান তিনি।
advertisement
advertisement
এ বিষয়ে ওই বৃদ্ধার নাতি গোবিন্দ চ্যাটার্জী বলেন, অপারেশনের পর তার ঠাকুমা খুবই ভালো আছে। পুলিশ প্রশাসন ও ডাক্তারদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন সারা জীবনের জন্য ড. পবন মন্ডল তার কাছে ভগবান হয়ে থাকবেন। এই বৃদ্ধার জেনারেল সার্জারিতে ছিলেন সদর হাসপাতালের চিকিৎসক পবন মণ্ডল, সোমনাথ বিশ্বাস ও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডক্টর দেবদীপ গঙ্গোপাধ্যায়। বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দেড় ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়।
advertisement
আরও পড়ুনঃ ‘কেন্দ্র ছুটি বাতিল করে কিন্তু আমরা…’ ২৫ ডিসেম্বর নিয়ে বড় ঘোষণা মমতার! বড়দিনে গাড়ি চলাচলে বড় বদল
অস্ত্রোপচার শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রিন করিডর করে রোগীকে মেডিকেল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাস থেকে বাস স্ট্যান্ড ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সময় লাগে মাত্র ৮ মিনিট। রীতিমতো পুলিশ পাহারায় তাঁকে দেবেন মাহাতো মেডিকেল কলেজের বাসস্ট্যান্ডের ক্যাম্পাসের ক্রিটিকাল কেয়ার ইউনিটে আনা হয়। আর এতেই চারিদিকে সারা ফেলে দিল পুরুলিয়ার সদর হাসপাতাল।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 6:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: এ-যেন সিনেমাকে হার মানিয়ে দিল, গ্রিন করিডোর করে রোগী স্থানান্তর পুরুলিয়ায়!
