Bangla News: 'বলে গিয়েছিল সন্তানদের দেখে রাখিস, এখন উঠোনে মরে পড়ে আছে', সুন্দরবনে বীভৎস কাণ্ড!

Last Updated:

Bangla News: শুক্রবার সকালে কাঁটামারি ঘাটে মৃতদেহ নিয়ে আসেন তাঁর দুই সঙ্গী। এই ঘটনা জানাজানির পরেই গ্রামে শোকের ছায়া।

ফাইল ছবি
ফাইল ছবি
সুন্দরবন: আবারও সুন্দরবনে বাঘের আক্রমণের মৃত্যু মৎস্যজীবীর। মৃত অজয় সরদার, বয়স ৫১। গত শুক্রবার কাঁটামারি গ্রাম থেকে অজয়-সহ তিন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাঁকড়া ধরা শেষ করে ফেরার পথেই বাঘের মুখে পড়েন।
পীরখালি জঙ্গলের খাড়ী নদী থেকে নৌকা বের করার সময় নৌকার পিছনে বসে ছিলেন অজয়বাবু। হঠাৎ-ই জঙ্গলের মধ্যে থেকে বাঘ ঝাঁপ দিয়ে অজয়ের ঘাড়ে ধরে। সঙ্গে থাকা দুই সঙ্গী কালাচাঁদ সরদার ও কার্তিক সরদার চিৎকার করে লাঠি-বৈঠা নিয়ে বাঘকে তাড়িয়ে দেয়। গুরুতর আহত অজয়বাবুকে উদ্ধার করেন বাঘের মুখ থেকে।
আরও পড়ুন: ট্রেনে যাচ্ছিলেন ৫৭০১১৪ যাত্রী, প্রত্যেকের হল মোটা অঙ্কের জরিমানা! কেন জানেন?
কিন্তু তাঁর প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মৃত অজয় সরদারের দেহ নিয়ে রওনা দেন গ্রামের উদ্দেশ্যে। শুক্রবার সকালে কাঁটামারি ঘাটে মৃতদেহ নিয়ে আসেন তাঁর দুই সঙ্গী। এই ঘটনা জানাজানির পরেই গ্রামে শোকের ছায়া। খবর দেওয়া হয়েছে কুলতলি থানার পুলিশকে। কুলতলি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
advertisement
আরও পড়ুন: বদহজম-ডায়াবেটিসের শত্রু ছোট্ট সুগন্ধি পাতা, ভেষজের জনক ভিটামিন A-C-K-র ভাণ্ডার! আপনি খান তো?
মৃত অজয়বাবুর স্ত্রী সরস্বতী সরদার জানান, ‘কাঁকড়া ধরতে নৌকা নিয়ে গিয়েছিল, সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিলেন। মেয়ের বাড়িতে গিয়ে শুনি ওনার খুব শরীর খারাপ। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাড়ি এসে দেখি উঠানে শোয়ানো রয়েছে।’
advertisement
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'বলে গিয়েছিল সন্তানদের দেখে রাখিস, এখন উঠোনে মরে পড়ে আছে', সুন্দরবনে বীভৎস কাণ্ড!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement