Bangla News: কাটোয়া-হাওড়া লোকালে আগুন-আতঙ্ক, ঠিক কী ঘটেছে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ঠিক কী ঘটেছে অম্বিকা–কালনা স্টেশনে? (Bangla News)
#পূর্ব বর্ধমান: আবার বিপত্তি পূর্ব রেলে। কাটোয়া- হাওড়া লোকালে আগুন আতঙ্ক। শুক্রবার সকালে কালনা স্টেশনে ট্রেনটি ঢুকতেই হুড়মুড় করে ট্রেন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে নামতে শুরু করেন । দিনের ব্যস্ততম সময়ে ট্রেনের নিচ থেকে ধোঁওয়া বেরোতে দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি রেলের মেকানিকরা এসে ট্রেনের কামরার নিচের যে অংশ থেকে ধোঁওয়া বের হচ্ছিল সেই জায়গা পরীক্ষা করে দেখেন। ঠিক কী ঘটেছে অম্বিকা–কালনা স্টেশনে? (Bangla News)
আরও পড়ুন: মালাইকা থেকে করণ, জাহ্নবী থেকে করিনা! কাকে ছেড়ে কার ফ্যাশন দেখবেন?
রেল সূত্রে খবর, ট্রেনের চাকার সঙ্গে ব্রেকশু জ্যাম হয়ে গিয়েছিল। আর তার জেরে বিপত্তি ঘটে। ঘর্ষণের ফলে সামান্য আগুন লাগে বলে বিশেষজ্ঞরা জানান। আর তা থেকে ধোঁয়ার সৃষ্টি হয় । তাই ট্রেন প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে স্টেশনে। রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়পত্র দেয় পরীক্ষা করার পর। এরপর ট্রেনটি আবার যাত্রী নিয়ে হাওড়ার দিকে রওনা হয়।
advertisement
আরও পড়ুন: 'কফি ইউথ করণ'-এর কাউচে এবার বড় চমক, দেখা যাবে টলিউড তারকাদের!
স্টেশন মাস্টার তপন বিশ্বাস বলেন, ব্রেক বাইন্ডিং এর ঘর্ষনের ফলে চাকা গরম হয়ে অল্প ধোঁয়া বেরিয়েছিল। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। বেশ কিছুক্ষন অপেক্ষা করার পর ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় লোকাল ট্রেনটি। এই ঘটনার পর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, সকালে ট্রেনটি অম্বিকা–কালনা স্টেশনে দাঁড়িয়ে ছিল। চাকার সঙ্গে ব্রেকশুর ঘর্ষণে ধোঁয়া বের হয়। তবে রেলকর্মীরা তা মেরামত করেছেন। তারপর ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয়। কাটোয়া থেকে আসছিল ডাউন লোকালটি।
advertisement
advertisement
মালবিকা বিশ্বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2022 5:38 PM IST