Bangla News: পরিবেশরক্ষায় এবার গঙ্গাবক্ষে ঘুরে বেড়াবে ই-ভেসেল! ৩ জেলায় মিলবে পরিষেবা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: দূষণহীন ই-ভেসল তৈরি করতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। এই ই-ভেসেলগুলির জন্য থাকবে চার্জিং স্টেশন।
দক্ষিণ ২৪ পরগনা: পরিবেশ রক্ষায় এবার গঙ্গাবক্ষে ঘুরে বেড়াবে ২২টি পরিবেশবান্ধব ই-ভেসেল। দূষণহীন ই-ভেসল তৈরি করতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। এই ই-ভেসেলগুলির জন্য থাকবে চার্জিং স্টেশন।
আড়াই বছরের মধ্যে এই ১৩টি চার্জিং স্টেশন তৈরি হয়ে যাবে। এই ই-ভেসেলগুলি চলবে ত্রিবেণী থেকে ডায়মন্ড হারবারের মধ্যে। ৬টি জেলায় ৯টি ফেরিঘাটে এই বৈদ্যুতিক ভেসেল চলবে। এই সমস্ত লঞ্চগুলি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ অন্যান্য জেলার বিভিন্ন ঘাটে যাত্রীদের পরিষেবা দেবে।
আরও পড়ুন: শীতের রাতে এক চিমটি এই গুঁড়ো দিয়ে দুধ খান, বাড়বে যৌনতা-দূর হবে ক্লান্তি! নিজেকে চিনতে পারবেন না
আগেই কলকাতা ও সংলগ্ন বিভিন্ন ফেরিঘাটে ব্যাটারি চালিত ভেসেল নামানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল পরিবহণ দফতর। এবার জেলার বিভিন্ন ফেরিঘাটেও দূষণ রোধ ও জ্বালানি খরচ কমাতে ই-ভেসেল বা বৈদ্যুতিক লঞ্চ চালানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
advertisement
advertisement
একটি ই-ভেসেল ইতিমধ্যেই তৈরি সম্পন্ন হয়ে গিয়েছে। এরফলে যেমন জ্বালানি খরচ বাঁচবে, তেমনি দূষণ কমবে বলে মনে করছে রাজ্য সরকার। বিশ্ব ব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য নিয়ে এই ভেসেলগুলি প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কী করবে বাংলাদেশ? বিরাট দাবি ইউনূসের উপদেষ্টার
ভেসেল তৈরিতে খরচ পড়ছে প্রায় ৬ কোটি টাকার কাছাকাছি। এই লঞ্চ তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। এর যাত্রী বহন ক্ষমতা হল ১৫০ জন। সাধারণত ১৫০ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন একটি লঞ্চ চালাতে গেলে এক ঘণ্টায় ১০ লিটার ডিজেল খরচ হয়। সেই জায়গায় ব্যাটারি চালিত এই লঞ্চ দু ঘণ্টা পর্যন্ত একটানা চলতে পারবে। এই সময়ে ৩০ কিলোমিটার যাতায়াত করতে পারবে লঞ্চটি।
advertisement
তবে অন্যান্য যে লঞ্চগুলি তৈরি করা হবে সেগুলির যাত্রী বহন ক্ষমতা থাকবে ৮০ থেকে ১০০ জন। সেগুলির চার্জও কিছুটা কম থাকবে। ইতিমধ্যেই ৯ টি ই-ভেসেলের নামকরণ হয়ে গিয়েছে,যার মধ্যে রয়েছে এমভি সংগীত, এমভি সরস্বতী, এমভি আত্রেয়ী, এমভি শীলাবতী, এমভি রঙ্গিত, এমভি সঙ্গী, এমভি চাকাচাকি।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2025 6:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: পরিবেশরক্ষায় এবার গঙ্গাবক্ষে ঘুরে বেড়াবে ই-ভেসেল! ৩ জেলায় মিলবে পরিষেবা










