Bangla News | Duare Ration: দুয়ারে রেশন নিয়ে যিনি এলেন, অবাক হয়ে গেল বীরভূমের গ্রাম!

Last Updated:

দুয়ারে রেশন (Duare Ration) নিয়ে দুয়ারে হাজির স্বয়ং জেলাশাসক (District Magistrate)। (Bangla News)

দুয়ারে রেশন নিয়ে যিনি এলেন, অবাক হয়ে গেল বীরভূমের গ্রাম!
দুয়ারে রেশন নিয়ে যিনি এলেন, অবাক হয়ে গেল বীরভূমের গ্রাম!
#বীরভূম: দুয়ারে রেশন (Duare Ration) নিয়ে দুয়ারে হাজির স্বয়ং জেলাশাসক (District Magistrate)। বীরভূমে বাড়ি বাড়ি রেশন বিলি করলেন জেলা শাসক (District Magistrate), রেশন গ্রাহকদের সঙ্গে কথা বলে জানলেন সুবিধা-অসুবিধার কথাও। সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে রেশন (Duare Ration) কর্মসূচি। জেলাজুড়ে ১৪৫ টি কেন্দ্রের রেশন ডিলাররা বুধবার গ্রাহকদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেন রেশন। আর এই কর্মসূচিতে অংশগ্রহন করেন জেলাশাসক বিধান রায় স্বয়ং।
ডিলারদের সাথে সাথে জেলাশাসক নিজে দুয়ারে রেশন (Duare Ration) সামগ্রী দিলেন বীরভূমের মহম্মদ বাজারের আঙ্গাগরিয়া গ্রামে। তিনি নিজের হাতে রেশন সামগ্রীর টিন হাতে নিয়ে ওজন করে সামগ্রী তুলে দেন গ্রাহকদের হাতে। রেশনের সঙ্গে জেলাশাসককে দুয়ারে পেয়ে দারুণ খুশি মহম্মদ বাজারের অঙ্গাগরিয়া গ্রামের বাসিন্দারা। সেদিন জেলাশাসকের সাথে গ্রাহকদের দুয়ারে দুয়ারে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শম্পা মাহারা ও বিডিও অর্ঘ্য গুহ-সহ রেশন ডিলাররা।
advertisement
আরও পড়ুন: সুপারহিট 'লক্ষ্মীর ভাণ্ডার'! দুয়ারে সরকার নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ নবান্নের
মহম্মদ বাজারের পাশাপাশি সিউড়ির ৬ থেকে ১৩ নম্বর ওয়ার্ড, তিলপাড়া গ্রাম-সহ ঝিকড্ডা পঞ্চায়েতের মিরপুর, কুন্ডলা পঞ্চায়েতেও বাড়ি বাড়ি গিয়ে রেশন দিলেন রেশন ডিলাররা। রামপুরহাট ১ ব্লকে ৯ জন ডিলার, রামপুরহাট ব্লকে ৭ জন ডিলার, নলহাটি ২ ব্লকে তিনজন ডিলার ও মুরারই ভাদিশ্বর গ্রামের ডিলাররা। এদিন সমস্ত গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেন। বায়োমেট্রিক মেশিন থেকে স্লিপ বেরোলেই গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে তাঁদের ন্যায্য রেশন।
advertisement
advertisement
আরও পড়ুন: 'দুয়ারে সরকারে' কত মানুষ উপকৃত, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা
ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক অলোক ঠাকুর বলেন, 'প্রথম দিনেই সকলে উৎসাহের সঙ্গে গ্রাহকদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিয়েছেন। কোথাও কোনও অসুবিধা হয়নি।' জেলাশাসক বিধান রায় জানালেন, 'এদিন ১৫ শতাংশ গ্রাহকদের বেছে নিয়ে জেলায় দুয়ারে রেশন পরিষেবা শুরু হল। ধাপে ধাপে আরও ডিলার বাড়িয়ে এক সময় সারা জেলায় প্রত্যেকের বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে।' জেলাশাসক আরও বলেন, 'এটাই মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল। যেখানে গ্রাহকরা বাড়িতে বসে রেশন পাবেন।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News | Duare Ration: দুয়ারে রেশন নিয়ে যিনি এলেন, অবাক হয়ে গেল বীরভূমের গ্রাম!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement