Bangla News Drug Peddling: পাঁশকুড়া ছেয়ে গেছে 'এই' ব্যবসায়, নেশায় বুঁদ যুবকরা! কিছু বললেই মাথা ফাটছে মানুষের

Last Updated:

Bangla News Drug Peddling: পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বেও দীর্ঘদিন ধরে রমরমিয়েই এই ড্রাগের ব্যবসা চলছে বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
পাঁশকুড়া: পাঁশকুড়ায় বাড়ছে অবৈধ ড্রাগ ব্যবসা! আড়ালে আবডালে তো বটেই, একইসঙ্গে দিনদিন প্রকাশ্যেও চলে আসছে ড্রাগের ব্যবসা। ব্যবসা চলছে রমরমিয়েই! অভিযোগ, প্রতিবাদ করলেই আক্রান্ত হতে হচ্ছে স্থানীয় মানুষদের! রাত বিরেতে তো বটেই। দিনে দুপুরেও পাঁশকুড়ায় চলছে এই অবৈধ ড্রাগ কারবার। বাজার হাট থেকে সরকারি হাসপাতাল চত্বর। জায়গায় জায়গায় ঘাঁটি গেড়ে ড্রাগ ব্যবসা চলছে বলে অভিযোগ।
পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বেও দীর্ঘদিন ধরে রমরমিয়েই এই ড্রাগের ব্যবসা চলছে বলে অভিযোগ। অভিযোগ করছেন এলাকার মানুষজনই। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হচ্ছে বলেও অভিযোগ। অভিযুক্তদের হাতে মারধোর খেতে হচ্ছে। এমনকী মেরে মাথা ফাটিয়েও দেওয়ার ঘটনা ঘটছে।
advertisement
advertisement
অভিযোগ, ব্যবসার রমরমা বাড়ছে বলেই হেরোইনের নেশায় মশগুল হয়ে পড়ছে এলাকার যুবকরা। তাঁদের এই ড্রাগস জোগান দিচ্ছে স্থানীয় কারবারিরাই।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামের পূর্ব পীতপুর এলাকায় ড্রাগের ব্যবসা চলছে। দিনে দুপুরে ড্রাগের নেশাও চলছে বলে অভিযোগ। বিশেষ করে অন্ধকার নামলেই রাস্তার ওপর ড্রাগস পাচার চলে বলেও অভিযোগ উঠছে। বাসিন্দাদের দাবি, দ্রুততার সঙ্গে ড্রাগের ব্যবসা বন্ধ করতে হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতরও চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News Drug Peddling: পাঁশকুড়া ছেয়ে গেছে 'এই' ব্যবসায়, নেশায় বুঁদ যুবকরা! কিছু বললেই মাথা ফাটছে মানুষের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement