Bangla News Drug Peddling: পাঁশকুড়া ছেয়ে গেছে 'এই' ব্যবসায়, নেশায় বুঁদ যুবকরা! কিছু বললেই মাথা ফাটছে মানুষের
- Published by:Suman Biswas
- local18
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Bangla News Drug Peddling: পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বেও দীর্ঘদিন ধরে রমরমিয়েই এই ড্রাগের ব্যবসা চলছে বলে অভিযোগ।
পাঁশকুড়া: পাঁশকুড়ায় বাড়ছে অবৈধ ড্রাগ ব্যবসা! আড়ালে আবডালে তো বটেই, একইসঙ্গে দিনদিন প্রকাশ্যেও চলে আসছে ড্রাগের ব্যবসা। ব্যবসা চলছে রমরমিয়েই! অভিযোগ, প্রতিবাদ করলেই আক্রান্ত হতে হচ্ছে স্থানীয় মানুষদের! রাত বিরেতে তো বটেই। দিনে দুপুরেও পাঁশকুড়ায় চলছে এই অবৈধ ড্রাগ কারবার। বাজার হাট থেকে সরকারি হাসপাতাল চত্বর। জায়গায় জায়গায় ঘাঁটি গেড়ে ড্রাগ ব্যবসা চলছে বলে অভিযোগ।
পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বেও দীর্ঘদিন ধরে রমরমিয়েই এই ড্রাগের ব্যবসা চলছে বলে অভিযোগ। অভিযোগ করছেন এলাকার মানুষজনই। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হচ্ছে বলেও অভিযোগ। অভিযুক্তদের হাতে মারধোর খেতে হচ্ছে। এমনকী মেরে মাথা ফাটিয়েও দেওয়ার ঘটনা ঘটছে।
advertisement
advertisement
আরও পড়ুন: দার্জিলিং-গ্যাংটক ভুলে যাবেন, এবার পুজোয় মাত্র ১২০০ টাকায় এই পাহাড়ি গ্রাম! মনে হবে যেন স্বর্গ
অভিযোগ, ব্যবসার রমরমা বাড়ছে বলেই হেরোইনের নেশায় মশগুল হয়ে পড়ছে এলাকার যুবকরা। তাঁদের এই ড্রাগস জোগান দিচ্ছে স্থানীয় কারবারিরাই।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামের পূর্ব পীতপুর এলাকায় ড্রাগের ব্যবসা চলছে। দিনে দুপুরে ড্রাগের নেশাও চলছে বলে অভিযোগ। বিশেষ করে অন্ধকার নামলেই রাস্তার ওপর ড্রাগস পাচার চলে বলেও অভিযোগ উঠছে। বাসিন্দাদের দাবি, দ্রুততার সঙ্গে ড্রাগের ব্যবসা বন্ধ করতে হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতরও চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 2:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News Drug Peddling: পাঁশকুড়া ছেয়ে গেছে 'এই' ব্যবসায়, নেশায় বুঁদ যুবকরা! কিছু বললেই মাথা ফাটছে মানুষের