Bangla News: গাছ থেকে কে ঝুলছে! পাড়ার ছেলের এ কী পরিণতি! চমকে উঠল বরানগর
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bangla News: পুলিশ ও পরিবার সূত্রে খবর, যুবকের নাম রাজকুমার জানা। বয়স বছর ৩৫। পরিবার দাবি, গতকাল ভোরবেলা বাড়ি থেকে বেরোয় রাজকুমার।
বরানগর: বরানগরের গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। বরানগর ন’পাড়া শীতলা মাতা লেন অঞ্চলের একটি কদম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে যুবকের দেহ কদম গাছে ঝুলতে দেখে স্থানীয় মানুষেরা। এরপরেই স্থানীয়রা বরানগর থানায় খবর দেয়।
এরপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও পরিবার সূত্রে খবর, যুবকের নাম রাজকুমার জানা। বয়স বছর ৩৫। পরিবার দাবি, গতকাল ভোরবেলা বাড়ি থেকে বেরোয় রাজকুমার। এরপর বাড়ি ফেরেনি। রাত একটা নাগাদ বাইরে থেকে চাবি দিয়ে সে বেরিয়ে চলে যায়। তারপরে আজকে সকাল বেলা তারা খবর পায়, রাজকুমারের দেহ উদ্ধার হয়েছে কদম গাছ থেকে।
advertisement
advertisement
পরিবারের আরও দাবি, কেন এই ঘটনা সে ঘটাল, তা তারা বলতে পারছেন না। স্থানীয়দের দাবি, এদিন ভোরবেলা তারা রাস্তায় বেরিয়ে দেখেন গাছে এক যুবকের দেহ ঝুলছে। এরপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। যুবকটি স্থানীয় মৎস্যজীবী কলোনি এলাকায় ভাড়া থাকতে পরিবারের সঙ্গে।
advertisement
পেশায় গাড়িচালক রাজকুমার কোন মানসিক অবসাদে ভুগছিল কিনা, সে বিষয়টি যেরকম খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে কিনা, তাও জানার চেষ্টা চালাচ্ছে বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই বরানগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পরেই গোটা ঘটনার আসল তথ্য উঠে আসবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 12:37 PM IST