CPIM: টিউশন পড়ানো পেশা, বাংলার রাজনীতিতে কে এই কনিষ্ঠ CPIM নেতা! চমকে যাচ্ছে সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
CPIM: পঞ্চায়েত ভোটে কিছুটা চমক আনতে এবার একগুচ্ছ নতুন মুখে প্রার্থী করেছে সিপিএম।
বীরভূম: আর্থিক অনটনের কাঁটা রয়েছে। বাবার অকাল মৃত্যুর পরেই কাঁধে চেপেছে সংসারের দায়। তাই পড়াশুনার পাশাপাশি করতে হয় টিউশন। মহম্মদবাজারের লোহাপুরের সেই রবি বায়েন এবার সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী। তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ পড়াশুনার পাশাপাশি এখন দিনভর ভোট প্রচার চালাচ্ছেন রবি।
পঞ্চায়েত ভোটে কিছুটা চমক আনতে এবার একগুচ্ছ নতুন মুখে প্রার্থী করেছে সিপিএম। সেই প্রার্থী তালিকায় অনেকেই রয়েছেন কলেজ পড়ুয়া।
সেরকমই একজন হলেন বীরভূমের মহম্মদ বাজারের লোহাপুর গ্রামের বাসিন্দা রবি বায়েন। তিনি জানান, তাঁর বাবার মৃত্যুর পর পরিবারে আর্থিক অনটন অনেকটাই বেড়ে যায়। পড়াশোনার জন্য এসএফআই এর নেতাদের থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। সেখান থেকেই বছর চারেক আগে তিনি এসএফআই এ যোগদান করেন।
advertisement
advertisement
এরপর ২০২১ সালে এসএফআই এর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য হন। তারপর সরাসরি সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন রবি।
তিনি জানান, মানুষের কাছে খুবই ভাল সাড়া পেয়েছেন। তাঁরা শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত।
advertisement
তাঁর দাবি, সকলের জন্য শিক্ষা চায় আর শিক্ষা শেষে কাজ চায়। এই সুর তুলেই বাড়ি বাড়ি যাচ্ছেন রবি। পাশাপাশি এলাকায় জয়লাভ করলে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন গ্রামবাসীদের।
—– Subhadip Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 11:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: টিউশন পড়ানো পেশা, বাংলার রাজনীতিতে কে এই কনিষ্ঠ CPIM নেতা! চমকে যাচ্ছে সকলে