Bangla News: 'এখন ঘনঘন মাইকিং,এতোদিন কি রিলস দেখতেন?' পদপিষ্টের পর টিপ্পনি নিত্যযাত্রীদের 

Last Updated:

Bangla News: 'এখন ঘনঘন মাইকিং, এতদিন কি ঘুমোচ্ছিলেন, নাকি মোবাইলে রিলস দেখতে ব্যস্ত থাকতেন'- বর্ধমান স্টেশনে ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষোভ উগড়ে দিলেন এক নিত্যযাত্রী। তখন সেখানে ভিড় সরাতে ব্যস্ত আরপিএফ।

News18
News18
বর্ধমান: ‘এখন ঘনঘন মাইকিং, এতদিন কি ঘুমোচ্ছিলেন, নাকি মোবাইলে রিলস দেখতে ব্যস্ত থাকতেন’- বর্ধমান স্টেশনে ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষোভ উগড়ে দিলেন এক নিত্যযাত্রী। তখন সেখানে ভিড় সরাতে ব্যস্ত আরপিএফ। হঠাৎ করেই তাদের ব্যস্ততা যেন বেড়ে গিয়েছে সপ্তাহের প্রথম অফিস দিনে। তাঁদের দিকেও উড়ে এলো টিপ্পনি,’পদপিষ্ঠ,মৃত্যু না হলে আপনাদের কী টনক নড়ে না?এখন আর বাঁশি ফুঁকে কি হবে!’ রবিবারের পদপিষ্ঠের ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন যাত্রীদের অনেকেই। তাঁরা বলছেন, প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই স্টেশন ব্যবহার করে। রেলের কোটি কোটি টাকা আয় হয়। অথচ যাত্রী নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে।
আরও পড়ুনঃ শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জ্বলছে? এই কাজেই ঠোঁট থাকবে তুলোর মতো তুলতুলে!
রেলের পরামর্শদাতা কমিটির সদস্য আব্দুল মালেক পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএমের কাছে এ ব্যাপারে চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, ‘রাজ্যের অন্যতম ব্যস্ততম রেলওয়ে জংশন বর্ধমান। এই স্টেশনে সারাদিন যাত্রীদের তীব্র ভিড়ের সম্মুখীন হতে হয়। প্ল্যাটফর্ম ৪ এবং ৫-এ থাকা ফুট ওভারব্রিজগুলি বর্তমান যাত্রী চাপ সামলানোর পক্ষে যথেষ্ট নয়। আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি যে এই সেতুগুলিকে শক্তিশালী ও সম্প্রসারিত করা হোক এবং যাত্রী চলাচলের সুবিধার জন্য সমান্তরাল ওভারব্রিজগুলি নির্মাণ করা হোক।’
advertisement
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘অনেক এসকেলেটর বিকল হয়ে রয়েছে। সেগুলি মেরামত করে জরুরি ভিত্তিতে চালু করা দরকার। কারণ দীর্ঘ সময় ধরে ব্যবহার না করার ফলে যাত্রীদের যানজট এবং অসুবিধা আরও বেড়ে যায়। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিলে যাত্রী নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা সম্ভব হবে। শুধু তাই নয়, এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি আটকানো সম্ভব হবে।’
advertisement
advertisement
এদিন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র পক্ষ থেকে পদপিষ্ঠের ঘটনার প্রতিবাদে বর্ধমান স্টেশনে অবস্থান বিক্ষোভ হয়। পরে তারা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেয়। আইএনটিইউসি নেতা গৌরব সমাদ্দার বলেন, বার বার বর্ধমান স্টেশনে রেলের গাফিলতিতে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার পরেও রেল কর্তৃপক্ষের হুঁশ ফিরছে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'এখন ঘনঘন মাইকিং,এতোদিন কি রিলস দেখতেন?' পদপিষ্টের পর টিপ্পনি নিত্যযাত্রীদের 
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement