Bangla News: 'এখন ঘনঘন মাইকিং,এতোদিন কি রিলস দেখতেন?' পদপিষ্টের পর টিপ্পনি নিত্যযাত্রীদের
- Published by:Salmali Das
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Bangla News: 'এখন ঘনঘন মাইকিং, এতদিন কি ঘুমোচ্ছিলেন, নাকি মোবাইলে রিলস দেখতে ব্যস্ত থাকতেন'- বর্ধমান স্টেশনে ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষোভ উগড়ে দিলেন এক নিত্যযাত্রী। তখন সেখানে ভিড় সরাতে ব্যস্ত আরপিএফ।
বর্ধমান: ‘এখন ঘনঘন মাইকিং, এতদিন কি ঘুমোচ্ছিলেন, নাকি মোবাইলে রিলস দেখতে ব্যস্ত থাকতেন’- বর্ধমান স্টেশনে ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষোভ উগড়ে দিলেন এক নিত্যযাত্রী। তখন সেখানে ভিড় সরাতে ব্যস্ত আরপিএফ। হঠাৎ করেই তাদের ব্যস্ততা যেন বেড়ে গিয়েছে সপ্তাহের প্রথম অফিস দিনে। তাঁদের দিকেও উড়ে এলো টিপ্পনি,’পদপিষ্ঠ,মৃত্যু না হলে আপনাদের কী টনক নড়ে না?এখন আর বাঁশি ফুঁকে কি হবে!’ রবিবারের পদপিষ্ঠের ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন যাত্রীদের অনেকেই। তাঁরা বলছেন, প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই স্টেশন ব্যবহার করে। রেলের কোটি কোটি টাকা আয় হয়। অথচ যাত্রী নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে।
আরও পড়ুনঃ শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জ্বলছে? এই কাজেই ঠোঁট থাকবে তুলোর মতো তুলতুলে!
রেলের পরামর্শদাতা কমিটির সদস্য আব্দুল মালেক পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএমের কাছে এ ব্যাপারে চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, ‘রাজ্যের অন্যতম ব্যস্ততম রেলওয়ে জংশন বর্ধমান। এই স্টেশনে সারাদিন যাত্রীদের তীব্র ভিড়ের সম্মুখীন হতে হয়। প্ল্যাটফর্ম ৪ এবং ৫-এ থাকা ফুট ওভারব্রিজগুলি বর্তমান যাত্রী চাপ সামলানোর পক্ষে যথেষ্ট নয়। আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি যে এই সেতুগুলিকে শক্তিশালী ও সম্প্রসারিত করা হোক এবং যাত্রী চলাচলের সুবিধার জন্য সমান্তরাল ওভারব্রিজগুলি নির্মাণ করা হোক।’
advertisement
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘অনেক এসকেলেটর বিকল হয়ে রয়েছে। সেগুলি মেরামত করে জরুরি ভিত্তিতে চালু করা দরকার। কারণ দীর্ঘ সময় ধরে ব্যবহার না করার ফলে যাত্রীদের যানজট এবং অসুবিধা আরও বেড়ে যায়। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিলে যাত্রী নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা সম্ভব হবে। শুধু তাই নয়, এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি আটকানো সম্ভব হবে।’
advertisement
advertisement
এদিন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র পক্ষ থেকে পদপিষ্ঠের ঘটনার প্রতিবাদে বর্ধমান স্টেশনে অবস্থান বিক্ষোভ হয়। পরে তারা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেয়। আইএনটিইউসি নেতা গৌরব সমাদ্দার বলেন, বার বার বর্ধমান স্টেশনে রেলের গাফিলতিতে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার পরেও রেল কর্তৃপক্ষের হুঁশ ফিরছে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'এখন ঘনঘন মাইকিং,এতোদিন কি রিলস দেখতেন?' পদপিষ্টের পর টিপ্পনি নিত্যযাত্রীদের