Bangla News: নয়ানজুলিতে বাস পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২! আহত বহু

Last Updated:

দুর্ঘটনার জেরে আহত হয়েছেন মোট ১৫ জন বাস যাত্রী। (Bangla News)

Bangla News
Bangla News
#বহরমপুর: মুর্শিদাবাদের ডোমকলে ভয়াবহ বাস দুর্ঘটনা। বুধবার সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হল দুই জনের। আহত হয়েছেন ১৫ জন। বহরমপুর ডোমকল রাজ্য সড়কের ওপর ডোমকল থানার কলাবেরিয়া মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি বেসরকারি বাস করিমপুর থেকে জলঙ্গি হয়ে বহরমপুর যাওয়ার পথে, রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় মোটরবাইক আরোহী সহ বাসের খালাসির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন বাসের ছয় যাত্রী। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন মোট ১৫ জন বাস যাত্রী। (Bangla News)
আরও পড়ুন: মলদ্বীপের সৈকতে রাইয়ের চোখ ঝলসানো রূপ, ভাইরাল ধোনির প্রাক্তনের ছবি! দেখুন
পুলিশ জানিয়েছে, মৃতের নাম, কাদের সেখ (৪৫) বাসের খালাসি, বাড়ি ডোমকল থানার অন্তর্গত হাসানপুর গ্রামে। আলাউদ্দিন সেখ (৩৫), মোটরবাইক আরোহী। এই বাস দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বুধবার সকালে। অন্যদিকে, আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য, আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিক রণবীরের বিয়ের মধ্যেই খুশির খবর দিচ্ছেন ক্যাটরিনা? নতুন ছবি ঘিরে 'মা হওয়ার' চর্চা!
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান তারা। ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী জানান, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়। আগামী দিনে যাতে এইরকম দুর্ঘটনা না ঘটে তার দিকেও নজর রাখবে পুলিশ প্রশাসন। বুধবার দুপুরেই দুইজনের দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। আকস্মিক বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নয়ানজুলিতে বাস পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২! আহত বহু
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement