Bangla News: এত বড় ঘটনা, সবাই চেপে গেল? কবর থেকে তোলা হল ছাত্রীর দেহ! কেন জানেন? আঁতকে উঠল ডায়মন্ড হারবার
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: উস্তি থানার অন্তর্গত উত্তর কুসুম তালপুকুর এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রীর দেহ কবর থেকে তোলা হল। কেন জানেন?
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত উত্তর কুসুম তালপুকুর এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ চুপিসারে কবর দেওয়ার ঘটনায় সন্দেহ আরও গভীর হয়েছে। সোমবার সকালে কবর খুঁড়ে ওই ছাত্রীর দেহ উত্তোলন করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা এলাকারই এক নাবালক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এমনকী একসময় সে বাড়ি ছেড়ে চলে যায় বলেও অভিযোগ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে এনে বাড়িতে ফেরান। কিন্তু ফেরার কিছুদিনের মধ্যেই রহস্য জনকভাবে তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই কোনওরকম লিখিত অভিযোগ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই রাতারাতি গোপনে ছাত্রীর দেহ কবরস্থ করে পরিবার।
advertisement
আরও পড়ুন: নির্যাতিতার বাবার দাবি IIM জোকায় ধ*র্ষ*ণ হয়নি, তাহলে কেন পুলিশ হেফাজত? আদালতে যাচ্ছেন ধৃত ছাত্র
সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং কবর থেকে দেহ উত্তোলন করে ডায়মন্ড হারবার মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এলাকার পঞ্চায়েত সদস্য রেজাউল হক গাজি বলেন, “এভাবে গোপনে দেহ কবর দেওয়া অত্যন্ত সন্দেহজনক। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতেই হবে।” পুলিশ ইতিমধ্যেই মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীদের একাংশের মতে, আত্মহত্যার সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না।
advertisement
advertisement
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
পুলিশের এক আধিকারিক জানান, “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।” এই ঘটনায় উত্তর কুসুমে ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা চাইছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। মৃত্যু আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন ।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 14, 2025 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: এত বড় ঘটনা, সবাই চেপে গেল? কবর থেকে তোলা হল ছাত্রীর দেহ! কেন জানেন? আঁতকে উঠল ডায়মন্ড হারবার








