Birbhum News|| নজিরবিহীন! জলাতঙ্ক রুখতে পথ-কুকুরদের জন্ম নিয়ন্ত্রণে উদ্যোগী সিউড়ি প্রানী হাসপাতাল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Birth control and vaccination drive for stray dogs in birbhum: জলাতঙ্ক (Rabies) রুখতে এ বার পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ বীরভূমের সিউড়ি প্রানী হাসপাতালে।
#বীরভূম: জলাতঙ্ক (Rabies) রুখতে এ বার পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ বীরভূমের সিউড়ি প্রানী হাসপাতালে। পাশাপাশি সিউড়ির রাস্তায় রাস্তায় অ্যান্টি র্যাবিস ভ্যকসিন (Anti Rabies Vaccine) দেওয়া হল পথ কুকুরদের। বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) পশু হাসপাতালে West Bengal Veterinary Alumni Association ও দুটি স্বেচ্চাসেবী 'নির্বাকন্ন' ও 'হ্যান্ডস অফ লাভ' সংস্থার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হল পথ-কুকুরদের জন্মহার নিয়ন্ত্রণ ও অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন (Anti Rabies Vaccine) দেওয়ার একটি কর্মসূচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক বিকাশ রায় চৌধুরী, ওয়েস্ট ভেটেনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ডাঃ শুভেন্দু সরকার, ডেপুটি ডাইরেক্টর ARDA ডাঃ তুহিন চক্রবর্তী-সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। সকাল থেকে মোট ৩০টা পথ-কুকুরের স্টেরিলাইজেশন ও প্রায় ৩০০ কুকুরদের অ্যান্টি র্যাবিস (Anti Rabies Vaccine) ভ্যাকসিন দেওয়া হয় পশু হাসপাতালে (Veterinary Hospital)।
advertisement
advertisement
আরও পড়ুন: তুমুল বৃষ্টিতে বানভাসি কলকাতার উত্তর-দক্ষিণ, আজ দিনভর কী হবে? চরম উদ্বেগে শহরবাসী
গোটা পশু হাসপাতাল চত্বর ঘুরে দেখে বিধায়ক বিকাশ রায় চৌধুরি বলেন, "আজ আমি এক নতুন যুগের দৃষ্টি দেখলাম। সমাজে যারা অবহেলিত তাদের তুলে এনে সেবা করা এমন এনজিও, ডাক্তার ও মানুষদের কাছে সত্যিই আমরা কৃতজ্ঞ।" এ ছাড়াও তিনি জানান, এই পশু হাসপাতালে কারেন্ট চলে গেলে দারুন সমস্যার মুখে পড়তে হয় ডাক্তার থেকে সকলকে। তিনি এই সমস্যার কথা শুনে তিনি একটি জেনারেটর হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেন।
advertisement
আরও পড়ুন: এক বোতল রক্ত ৩৫০০ টাকায় বিক্রি!মুর্শিদাবাদের নার্সিংহোমে এরপর যা হল...
ওয়েস্ট ভেটেনারি অ্যালুমুনি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ডাঃ শুভেন্দু হালদার জানান, "সামনে অ্যান্টি র্যাবিস ডে-কে মাথায় রেখেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। সমস্ত জেলার মধ্যে বীরভূম চতুর্থ জেলা যেখানে এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। জলাতঙ্ক রোগ এই পথ কুকুরদের থেকেই বেশি ছড়ায়, যাতে এই রোগ না ছড়িয়ে পড়ে তাই এই আয়োজন।" বীরভূম ARDA-র ডেপুটি ডিরেক্টর ডাঃ তুহিন চক্রবর্তী বলেন, "আগামী ২৮ সেপ্টেম্বর অ্যান্টি র্যাবিস ডে (Anti Rabies Day)। যার মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।"
advertisement
Supratim Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2021 7:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News|| নজিরবিহীন! জলাতঙ্ক রুখতে পথ-কুকুরদের জন্ম নিয়ন্ত্রণে উদ্যোগী সিউড়ি প্রানী হাসপাতাল