Murshidabad News: এক বোতল রক্ত ৩৫০০ টাকায় বিক্রি!মুর্শিদাবাদের নার্সিংহোমে এরপর যা হল...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Murshidabad News: স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রতিবাদ করলে ওই নার্সিংহোমের মালিক অবশেষে সেই টাকা ফেরত দেন। ঘটনায় শোরগোল পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।
#মুর্শিদাবাদ: এক বোতল রক্তের (Blood) জন্য দিতে হবে সাড়ে তিন হাজার টাকা! রোগীর পরিবারের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল এক বেসরকারি নাসিংহোমের বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হরিহরপাড়ায়। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রতিবাদ করলে ওই নার্সিংহোমের মালিক অবশেষে সেই টাকা ফেরত দেন। ক্যামেরার সামনে তিনি স্বীকারও করেন, রক্ত আনার জন্য টাকা নিয়েছিলেন রোগীর পরিবারের কাছ থেকে।
জানা গিয়েছে, স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে রাজিকুল শেখ নামে এক ব্যক্তি ওই নার্সিংহোমে তার স্ত্রীকে ভর্তি করেন। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান রোগীর A পজেটিভ রক্তের প্রয়োজন। কিন্তু পরিবার সেই রক্ত না পাওয়ায় এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, টাকা দিলে মিলবে ওই গ্রুপের রক্ত। আর্থিক সমস্যায় থাকলেও আগত সন্তান ও স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ব্যক্তি সাড়ে তিন হাজার টাকা দিয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষকে।
advertisement
advertisement
এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানতে পারে নার্সিংহোমে টাকার বিনিময়ে রক্ত বিক্রি করছে। তড়িঘড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নার্সিংহোমে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। আলোচনা ক্রমেই বাকবিতণ্ডার পর্যায়ে পৌঁছে যায়। শেষে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী সংস্থার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়।
advertisement
ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য আর্য সেনগুপ্ত জানান, 'ওই নার্সিংহোমে মাস খানেক আগেও একই রকম ঘটনা ঘটেছিল। নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেরা ভুল স্বীকার করে আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু তারপরও একই ধরনের ঘটনা ঘটল। এবারই ওদের শেষবারের মত সুযোগ দেওয়া হল।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2021 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: এক বোতল রক্ত ৩৫০০ টাকায় বিক্রি!মুর্শিদাবাদের নার্সিংহোমে এরপর যা হল...