Bangla News: সাবধান! মোবাইলের বদলে সাবান! পুজোর মুখে ভিনরাজ্যের প্রতারকদের ঘাঁটি বাংলাতে
- Published by:Salmali Das
- Written by:Debashish Chakraborty
Last Updated:
Bangla News: অনলাইন শপিং সাইট হ্যাক করে মোবাইলের বদলে সাবান বেঁচে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত মহারাষ্ট্রের তিন যুবক|
হাওড়া: অনলাইন শপিং সাইট হ্যাক করে মোবাইলের বদলে সাবান বেঁচে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত মহারাষ্ট্রের তিন যুবক| পুজো আসতেই বিভিন্ন অনলাইন শপিং সাইটে চলছে বিভিন্ন জিনিসের ওপর বিশেষ ছাড় , সেই সুযোগেই বেড়েছে জালিয়াতির সংখ্যাও| রাজ্যের বিভিন্ন এলাকা থেকে একাধিক অভিযোগ আসছিল পুলিশের কাছে| রাজ্যের বিভিন্ন থানায় এই জালিয়াতদের বিষয় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সেই ভিন রাজ্য থেকে আসা জালিয়াতদের অবশেষে পাকড়াও করলো হাওড়া বাঁকড়া ফাঁড়ির পুলিশ|
তিনজনই মহারাষ্ট্রের বাসিন্দা | ফেক ওয়েবসাইট খুলে সেখানেই দামি দামি মোবাইল বিক্রি এবং মোবাইল কিনলেই তার ডেলিভারি দিতে আসত এই তিন যুবক| গ্রাহকদের দেওয়া ঠিকানায় পৌঁছে তারা গ্রাহক কে ফোন করত এরপর মোবাইল নিতে আসা গ্রাহকদের বেশ কিছুক্ষন বিভিন্ন ওটিপি সহ বিভিন্ন বিষয়ে অন্যমনস্ক করে নাম করা অনলাইন শপিং সাইটের মোবাইল বক্স থেকে মোবাইল বার করে সেখানে সাবান দেখে হুবুহু সেই সাইটের প্যাকিং করে গ্রাহকদের দিয়ে দেওয়া হতো | বিভন্ন জায়গা থেকে অভিযোগ আসার পর পুলিশ তৎপর হয় | বুধবার সেই প্রতারকদের পক্ষ থেকে ফোন আসে হাওড়া বাঁকড়ার একটি অভিজাত আবাসনের এক ব্যক্তির হাতে, লক্ষধিক টাকার মোবাইল অল্প দামে বিশেষ ছাড় দিয়ে বিক্রির নামে এই ধরণের প্রতারণার ঘাঁটি গেড়েছিল মহারাষ্ট্রের তিন যুবক |
advertisement
advertisement
চার চাকা গাড়ি করে তিনজন ডেলিভারি করতে এলেও ডেলিভারির সময় সেই আসল মোবাইলের প্যাকিং খুলে ভিতরে সাবান ভোরে দেওয়ার কাজ করত একজন | পুলিশ বিভিন্ন ভাবে সচেতন করেছিল এলাকার মানুষকে। সেই কথা মাথায় রেখেই মোবাইল পাওয়ার পর প্যাকেট না খুলেই স্ক্যান করা হলে দেখা যায় তাতে মোবাইল নেই| এরপরেই ডেলিভারি করতে আসা যুবকদের ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে| তদন্তে নেমে পুলিশ জানতে পারে মহারাষ্ট্র থেকে আসা এই প্রতারকরা পুজোর মুখেই রাজ্যে বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য বাড়ি ভাড়া নিয়ে এই ধরণের প্রতারণা চক্র চালাচ্ছিল| দক্ষিণ চব্বিশ পরগনা-সহ একাধিক এলাকায় এই ধরণের প্রচুর অভিযোগ পাওয়ার পর তৎপর হয় পুলিশ| অবশেষে হাওড়া সিটি পুলিশের ডোমজুড় থানার বাঁকড়া ফারির পুলিশের তৎপরতায় ও গ্রাহকের বুদ্ধিতেই ধরা পড়ে এই বিশেষ প্রতারক গ্যাং |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 8:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সাবধান! মোবাইলের বদলে সাবান! পুজোর মুখে ভিনরাজ্যের প্রতারকদের ঘাঁটি বাংলাতে