Bangla news : সন্দেহের বশে প্রকাশ্যে মহিলার চুল কেটে মারধর! ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bangla news : স্থানীয় সূত্রে জানা যায়, অজবনগর মধ্যপাড়ার এক যুবক পেশায় গাড়িচালক খোকন বড় দোলুই ২ মাস আগে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।
#ঘাটাল: সন্দেহর বশে প্রকাশ্যে দিবালোকে এক গৃহবধূকে মারধর। এমনকি মাথার চুল কেটে নেওয়ার ও বাড়ি ভাংচুরের ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়ায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে এলাকায়। যদিও ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং পরিস্থিতি সামাল দেয়। এমনকি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অজবনগর মধ্যপাড়ার এক যুবক পেশায় গাড়িচালক খোকন বড় দোলুই ২ মাস আগে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষের অভিযোগ যে এই ঘটনায় গ্রামেরই বেশ কয়েকজন মহিলা জড়িত ছিলেন। কারণ তাঁদের সঙ্গে খোকনের যোগাযোগ ছিল। সেই সময়ে এই ঘটনায় গ্রামের বেশকিছু মহিলাদের বাড়িতে চড়াও হয় মৃত খোকন বর দোলুইয়ের পরিবারের লোকজন। সেই সময় খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
advertisement
কিন্তু সন্দেহের তালিকায় খোকনের পরিবারের লোকেরা রেখেছিল ওই গ্রামেরই এক মহিলা জেৎস্না বর দোলুইকে। সেই সময়ে জোৎস্না বাড়ির থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ। আর আজ সকাল নাগাদ জোৎস্না বাড়িতে ফিরলে জোৎস্নার বাড়িতে চড়াও হয় খোকনের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বেশ কিছু মহিলারা। তাঁরা প্রথমে জোৎস্নার বাড়িতে ভাঙচুর করে, তারপর জোৎস্নাকে বাড়ি থেকে টানতে টানতে বার করে এনে প্রকাশ্যে দিবালোকে তার মাথার চুল কেটে নেয়।
advertisement
যদিও এই ঘটনায় জোৎস্না ও তার পরিবারের লোকেরা দ্রুত ঘাটাল থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মহিলাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এমনকি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ।
Sukanta Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2022 7:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla news : সন্দেহের বশে প্রকাশ্যে মহিলার চুল কেটে মারধর! ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য