Bangla News: ফের মৃত্যু পরি‌যায়ী শ্রমিকের! দিল্লিতে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না যুবকের

Last Updated:
+
ধুলিয়ানের

ধুলিয়ানের বাড়িতে শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া 

মুর্শিদাবাদঃ ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত এক শ্রমিকের। মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি সেই ভাবে শিল্প ও বাণিজ্য। তাই মুর্শিদাবাদের বহু শ্রমিককে যেতে হয় কাজের সন্ধানে ভিন রাজ্যে। কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি হল। দিল্লিতে কাজ করার সময়ে মৃত্যু হল ধুলিয়ানের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মোকলেসুর রহমান(৩৩)।
জানা গিয়েছে, পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেই কাজের সন্ধানে গিয়েছিলেন মোকলেসুর রহমান। দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়ে পানীয় জল তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এই শ্রমিকের। মৃত্যুর খবর পরিবারে কাছে পৌঁছাতেই কার্যত শোকের ছায়া নেমে এসেছে ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নতুন কৃষ্ণপুরে। পরিবার সূত্রে জানা যায়, মাস দুয়েক আগে ধুলিয়ান থেকে রাজমিস্ত্রি কাজ করার উদ্দেশ্যে দিল্লির সরোজিনী নগরে কাজে গিয়েছিলেন মোকলেসুর রহমান নামে ওই শ্রমিক।দিন কয়েক পরে বাড়ি আসার কথা ছিল তাঁর।
advertisement
advertisement
রবিবার অন্যান্য দিনের মতো কাজ করছিলেন ওই শ্রমিক। সেই সময় জলের প্রয়োজন পড়লে মোটর চালু করেন তিনি। কিন্তু তখনই মোটরে শর্ট সার্কিট হয়ে কার্যত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যান তিনি বলে জানা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মোকলেসুর রহমানকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফের মৃত্যু পরি‌যায়ী শ্রমিকের! দিল্লিতে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না যুবকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement