Bangla News: মাত্র ৯ টাকায় ৩টি আইটেম, পেট ভরে খেতে পারবেন এই দোকানে! জানুন

Last Updated:

Bangla News: মাত্র ৯ টাকায় জলখাবার। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম। জানুন কোথায় পাবেন।

+
স্পেশ্যাল

স্পেশ্যাল ব্রেকফাস্ট

বাঁকুড়া: বাঁকুড়ার এই মিষ্টির দোকানে মাত্র ৯ টাকায় বিকেলের জলখাবার শেষ। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম। গরম গরম তেলেভাজা, মিষ্টি এবং চা। বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা মোড়ের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে ১০ টাকারও কম খরচে আপনার বিকেলের খাবার “ডান”! শুনে অবাক লাগলেও সত্যি।
আজকাল দুর্মূল্যের বাজারে ১০ টাকার বিনিময়ে যখন কিছুই পাওয়া যায় না, সেখানে দাঁড়িয়ে মাত্র নয় টাকায় তিন তিনটে আইটেম সত্যিই অবাক করে। তাহলে আসল কথায় আসা যাক। মাত্র পাঁচ টাকার গরম গরম রসগোল্লা সঙ্গে মাত্র এক টাকার তেলে ভাজা বেগুনি। অবশেষে মাত্র তিন টাকার চা পান করে সম্পূর্ণ করুন আপনার বিকেলের “স্ন্যাকস”।
advertisement
আরও পড়ুন: ফেব্রুয়ারি ২০২৪-এ বিয়ে-পৈতে-গৃহপ্রবেশ রয়েছে? শুভ দিনক্ষণ জেনে নিন
দোকানের মালিক ষষ্ঠীপদ দত্ত জানান, “সাত বছর হল দোকানটা খুলেছি। পাঁচ টাকার রসগোল্লা, ছয় টাকার গুড়ের রসগোল্লা। আমার দোকানে পাঁচ টাকার মিষ্টিরই চল বেশি। তাছাড়াও এক টাকার “বেগুনি” বিক্রি করি, বেগুনের বেগুনি।”
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
বর্তমানে দিনে বাঁকুড়ার বেশিরভাগ মিষ্টির দোকানে পাঁচ টাকার রসগোল্লার চল নেই। গরম গরম দুটো পাঁচ টাকার রসগোল্লা খেলে সাময়িক পেট এবং মন দুই ভরে যায়। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার সেই কারণেই পাঁচ টাকা স্ট্যান্ডার্ড ধরে মিষ্টি বিক্রি করছে। সেই কারণেই দোকানে উপচে পড়ে মানুষের ভিড়ও। রসগোল্লা খেতে আসা স্থানীয় নেপাল মণ্ডল জানান, “বাঁকুড়ার আর অন্য কোথাও মাত্র পাঁচ টাকার রসগোল্লা পাওয়া যায় না।”
advertisement
এক কথায় মিষ্টির খনি বাঁকুড়া। মিষ্টি, চপ, চা এবং বেগুনি বিক্রি করে জীবন জীবিকা চালান বাঁকুড়ার বহু মানুষ। এই দুর্মূল্যের বাজারে এখনও ১০ বছর আগের মতো পাঁচ টাকার তুলনামূলক ভাবে বড় সাইজের রসগোল্লা, এক টাকার বেগুনি এবং চা বিক্রি করে নজর কেড়েছে এই মিষ্টির দোকান।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাত্র ৯ টাকায় ৩টি আইটেম, পেট ভরে খেতে পারবেন এই দোকানে! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement