Bangla News: মুর্শিদাবাদে ৩ মণিপুরী মহিলাকে ধরল পুলিশ! যা মিলল, দেখে চক্ষু চড়কগাছ সকলেরই!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: রবিবার রাতে রঘুনাথগঞ্জ থানা ও এসটিএফের যৌথ অভিযানে পাচার হওয়ার আগেই এক কিলো ১৩০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করল তিন মহিলাকে।
রঘুনাথগঞ্জ: রঘুনাথগঞ্জে এক কিলো ১৩০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার তিন মহিলা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে বড় ধরনের সাফল্য জঙ্গিপুর জেলা পুলিশের। এক কিলো ১৩০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার তিন মহিলা।
রবিবার রাতে রঘুনাথগঞ্জ থানা ও এসটিএফের যৌথ অভিযানে পাচার হওয়ার আগেই এক কিলো ১৩০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করল তিন মহিলাকে।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেদার চলত পাসপোর্টের ‘ব্যবসা’! জাল ছড়িয়ে এই কলকাতাতেও, ফাঁস লেনদেন
পুলিশ সূত্রে জানা যায় নাগাল্যান্ডের একজন ও মণিপুরের দুইজন মহিলাকে রঘুনাথগঞ্জের ওমরপুরে পাচার হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তিনজন মহিলাকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: জঙ্গিদের কাছে কি পৌঁছেছে বিপুল টাকা এবং পাসপোর্ট! এবার দুবাই-কাতার যোগ খতিয়ে দেখছে সিবিআই
তাদের সকলকেই আজ বহরমপুরের বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। কী কারণে কোথায় এই এত পরিমাণ হেরোইন পাচার করা হচ্ছিল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও হেরোইন পাচার চক্রে মণিপুরের মহিলাদের যোগ নিয়ে চিন্তিত জঙ্গিপুর জেলা পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 1:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মুর্শিদাবাদে ৩ মণিপুরী মহিলাকে ধরল পুলিশ! যা মিলল, দেখে চক্ষু চড়কগাছ সকলেরই!