Bangla News: এ কী ঘটছে বাঁকুড়ার গ্রামে! ৭৫ দিনে জন্ডিস আক্রান্ত প্রায় ২৫০! প্রকাশ্যে এল ভয়ঙ্কর কারণ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangla News: প্রথমে জ্বর পরে বমি ও পেটে ব্যথার উপসর্গ দেখা দিচ্ছে।
বাঁকুড়া: গত আড়াই মাসে বাঁকুড়ার একটি গ্রামেই জন্ডিসে আক্রান্ত প্রায় আড়াইশো জন। নলকূপের জল থেকেই ছড়াচ্ছে জন্ডিস, প্রমাণ মিলতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। গত আড়াই মাস ধরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে জন্ডিস। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশো ছাড়িয়েছে। বেশ কিছু বাসিন্দা হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে জন্ডিসের আতঙ্কে তটস্থ বাঁকুড়ার তালডাংরা ব্লকের সাতমৌলি গ্রাম।
বর্ষায় বাঁকুড়া জেলাজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। আর সেই ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই এবার বাঁকুড়ার তালডাংরা ব্লকের সাতমৌলি গ্রামে ব্যাপক আকার নিচ্ছে জন্ডিস। জানা গিয়েছে, ওই গ্রামে গত আড়াই মাসে আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথমে জ্বর পরে বমি ও পেটে ব্যথার উপসর্গ দেখা দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: আপনি কি খালি ভুলে যান? অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ কি না মিলিয়ে নিন
পরীক্ষা করলেই ধরা পড়ছে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস। বিষয়টি জানার পরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর ও প্রশাসন। স্বাস্থ্য দফতরের তরফে এলাকার নলকূপগুলি থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নলকূপের জলে জন্ডিসের জীবাণুর নমুনা মিলেছে। আপাতত ওই নলকূপগুলির জল শোধন করার জন্য ব্লিচিং দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি গ্রামবাসীদের জল ভাল করে ফুটিয়ে পান করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামবাসীদের দাবি, স্বাস্থ্য দফতরের সমস্ত পরামর্শ মেনে চললেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না জন্ডিস। কে কখন জন্ডিসে আক্রান্ত হবে সেই আতঙ্কেই আপাতত রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। স্বাস্থ্য দফতরের দাবী আক্রান্তদের একটা বড় অংশ সুস্থ হয়ে গেছে। আপাতত ২৯ জন আক্রান্ত রয়েছে। যার মধ্যে শারিরীক অবস্থা তুলনায় খারাপ থাকায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবী করেছে স্বাস্থ্য দফতর। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফেও সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার আস্বাস দেওয়া হয়েছে।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 1:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: এ কী ঘটছে বাঁকুড়ার গ্রামে! ৭৫ দিনে জন্ডিস আক্রান্ত প্রায় ২৫০! প্রকাশ্যে এল ভয়ঙ্কর কারণ