Bangla News: ভিন রাজ্য থেকে স্ত্রী-কে নিয়ে ফিরছিলেন; বাড়ি ঢোকার আগেই স্ত্রীর চোখের সামনে যা হল পরিযায়ী শ্রমিকের

Last Updated:

Bangla News: স্ত্রীর চোখের সামনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল স্বামীর। কাজ শেষে আর একসঙ্গে বাড়ি ফেরা হলো না দুজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ভদ্রক শাখার বেলদা রেল স্টেশন এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: স্ত্রীর চোখের সামনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল স্বামীর। কাজ শেষে আর একসঙ্গে বাড়ি ফেরা হলো না দুজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ভদ্রক শাখার বেলদা রেল স্টেশন এলাকায়। জানা গিয়েছে, পেটের দায়ে ভিন রাজ্য তামিলনাড়ুতে  চাষের কাজ করতে গিয়েছিলেন  দু-জন। এক মাস কাজ করে বাড়ি ফেরার পথে আপ লাইনের ভদ্রক লোকাল ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় নারায়ণ গড়ের চাটলার রঘুরামপুর এর বাসিন্দা স্বপন সরেনের।
আরও পড়ুনঃ ওজন বেড়ে সাইজ XS থেকে XL? ‘এই’ ম্যাজিক পনীয় গলাবে কেজি কেজি মেদ! চোখের নিমষে ছিপছিপে রোগা
স্বপন সরেনের স্ত্রী গৌরী সরেন জানান ”একমাস ধরে তামিলনাড়ুতে  চাষের কাজ করতে গিয়েছিলেন। এদিন ভোরে খুড়দা রোড এক্সপ্রেস ট্রেন থেকে বেলদা রেল স্টেশনে নামেন তাঁরা। পরে জিনিসপত্র নিয়ে তাঁর স্বামী স্টেশনের একটি গাছের কাছে রাখতে বলেন। জিনিসপত্র রেখে ফিরে গৌরী এসে দেখে স্টেশনের প্ল্যাটফর্মের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর স্বামী। এরপর সে দৌড়ে গিয়ে খবর দেয় বেলদা রেল স্টেশনে কর্মরত কর্মীদের।”
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৩৭-এই কেন গুটিয়ে গেলেন! সামনে এল ‘অন্য’ গল্প, বিক্রান্তের অবসরের কারণ কী
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  রেলপুলিশ। ততক্ষণে মৃত্যু হয় স্বপন সরেনের। কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী গৌরী। ফোনে যোগাযোগ করেন পরিবার-পরিজনদের সঙ্গে। জানাতে হয় স্বামীর মৃত্যুর খবর। রেল পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি সংগ্রহ করেছে এদিন।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভিন রাজ্য থেকে স্ত্রী-কে নিয়ে ফিরছিলেন; বাড়ি ঢোকার আগেই স্ত্রীর চোখের সামনে যা হল পরিযায়ী শ্রমিকের
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement