Hooghly News: কাশ্মীরে জঙ্গি হামলা...দোকানের আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রার্থনা ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির!

Last Updated:

Hooghly News: করোনা সময় কালীন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নির্দেশে গোটা দেশের মানুষ এক সন্ধ্যেতে আলো নিভিয়ে মোমবাতি জেলে প্রার্থনা করেছিলেন যাতে তাদের বিপদ কেটে যায়।

+
মোমবাতি

মোমবাতি জলে শ্রদ্ধা জ্ঞাপন

হুগলি: করোনা সময় কালীন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নির্দেশে গোটা দেশের মানুষ এক সন্ধ্যেতে আলো নিভিয়ে মোমবাতি জেলে প্রার্থনা করেছিলেন যাতে তাদের বিপদ কেটে যায়। আর এখন করোনা পরবর্তীকালীন সময়েও দেখা গেল রবিবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন রোড সংলগ্ন এলাকার সমস্ত ব্যবসায়ী ও দোকানদাররা নিজেদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে এদিন সন্ধ্যায় দোকানের সমস্ত আলো নিভিয়ে সকলে মোমবাতি জেলে প্রার্থনা করলে। প্রার্থনা করলেন তারা কাশ্মীরের যে নারকীয় হত্যার লীলা ঘটেছে তাদের সকলের আত্মার শান্তির জন্য এবং ভারতীয় যে বিএসএফ জওয়ান বন্দি রয়েছে পাক সেনাদের হাতে তার মুক্তির জন্য।
এই যেন একেবারে অভিনব উদ্যোগ। এই উদ্যোগ শুধুমাত্র মানবতার জন্য। মানুষের পাশে যে মানুষ রয়েছে এবং কাশ্মীরের যে সমস্ত পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করল জঙ্গিরা তার প্রতিবাদে এই বিশেষ মোমবাতি প্রজ্জ্বলন করলেন ব্যান্ডেল এলাকার ব্যবসায়ী মানুষরা। এবার আলো নিভিয়ে কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদ ব্যান্ডেলে।
advertisement
advertisement
ব্যান্ডেল কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির দোকানদাররা পাঁচ মিনিট দোকানের আলো নিভিয়ে মৌমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন। এদিন রোজকার মত দোকান খুলে দোকানে আলো জ্বালিয়ে দোকানদারি শুরু করলেও সন্ধ্যা সাতটা বাজতেই পাঁচ মিনিটের জন্য আলো নিভিয়ে ফেলেন প্রায় শতাধিক দোকানদার।
advertisement
মোমবাতি জ্বালিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করেন। পাশাপাশি পাকিস্তানে আটক রয়েছেন এক ভারতীয় বিএসএফ সেনা জওয়ান। সেই জওয়ানেরও যাতে কোনওরকম ক্ষতি না হয় এবং পাকিস্তানি সৈন্যদের হাত থেকে যাতে তিনি মুক্তি পান সেই উদ্দেশ‍্যেও প্রার্থনা করেছেন এলাকার মানুষজন।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কাশ্মীরে জঙ্গি হামলা...দোকানের আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রার্থনা ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement