মাছ ধরা এখন বন্ধ! এদিকে মিলছে না অনুদানের টাকা, চিন্তায় মৎস্যজীবীরা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ব্যান পিরিয়ড শুরু হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু এই ব্যান পরিয়ড চলাকালীন যে ভাতা পাওয়ার কথা ছিল, মৎস্যজীবীদের তা পাচ্ছেন না বলে অভিযোগ বেশ কিছু মৎস্যজীবীর।
দক্ষিণ ২৪ পরগনা: ব্যান পিরিয়ড শুরু হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু এই ব্যান পরিয়ড চলাকালীন যে ভাতা পাওয়ার কথা ছিল, মৎস্যজীবীদের তা পাচ্ছেন না বলে অভিযোগ বেশ কিছু মৎস্যজীবীর। ভবিষ্যতে কোনও একদিন পাবেন, এই আশাতেই এখন বুক বাঁধছেন মৎস্যজীবীরা।
মৎস্যজীবীরা তাদের সেই কাগজপত্রগুলি যত্ন করে রেখে দিয়েছেন বাড়িতে। অনেকের দাবি দু’মাস টাকা পাবে শুনে খুশি হয়েছিলেন গতবছরেই। টাকা আসবে ভেবে ধার করে সংসার চালিয়েছিলেন। কিন্তু অনেকে টাকা পাননি। এবছর যে পাবেন সেই গ্যারান্টিও নেই।
এরমধ্যে আবার নতুন করে ব্যান পিরিয়ড শুরু হওয়ায় নৌকা, ট্রলার সমস্ত কিছু বন্ধ রয়েছে। ছোট জেলে নৌকা, ভুটভুটির মাঝিদের আরও অবস্থা খারাপ। তারা তাকিয়ে আছেন কবে টাকা আসবে সেদিকে।
advertisement
advertisement
আরও পড়ুন- দিদিকে বলেই মিলল সমাধান! পাতকুয়োর জলে দিন গুজরানোর দিন শেষ হচ্ছে এই এলাকায়
গত বছরেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যান, তাদেরকে অর্থসাহায্য করা হবে। সেই অনুযায়ী অনেকেই দুয়ারে সরকারে আবেদন করেছিলেন। কিন্তু অনেক মৎস্যজীবীর ভাতা মিলবেনা এবারেও।
advertisement
এই প্রকল্পের কাজ চলছে বলে প্রশাসন সূত্রের খবর। সামুদ্রিক মৎস্যজীবীরা অবশ্যই টাকা পাবে জানানো হয়েছে ইতিমধ্যে। কিন্তু কবে সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 7:14 PM IST