কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় বাজানো যাবে না ডিজে! গড়তে হবে বিশেষ কমিটি, আলোর উৎসব শুরুর আগেই একাধিক নির্দেশ

Last Updated:

South 24 Parganas News: দুর্গাপুজোর মতো কালীপুজোতেও যাতে ডিজে বক্স ব্যবহার না করা হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হল। এছাড়া সমস্ত পূজা কমিটিকে আর কী কী নির্দেশ দেওয়া হল দেখে নিন।

কালীপুজো, জগদ্ধাত্রী পুজো নিয়ে আলোচনা সভা
কালীপুজো, জগদ্ধাত্রী পুজো নিয়ে আলোচনা সভা
জয়নগর, সুমন সাহাঃ আসন্ন কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর থানা এলাকার পুজো কমিটির সদস্যদের নিয়ে বিশেষ আলোচনা সভা হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি, জয়নগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য সহ জয়নগর ১ নম্বর ব্লক প্রশাসনের পুজো কমিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রের আধিকারিক, জয়নগর বিদ্যুৎ দফতরের আধিকারিক সহ আরও অনেকে।
দুর্গাপুজোর মতো সঠিক নিয়ম মেনে যাতে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো করা হয় সেই ব্যাপারে পুজো কমিটির সদস্যদের সঙ্গে এদিন বিশদে আলোচনা করা হয়। এর পাশাপাশি জানানো হয়, জয়নগর এলাকার সমস্ত কালী ও জগদ্ধাত্রী পূজা কমিটিগুলিকে দুর্গাপুজোর নিয়মে চলতে হবে।
আরও পড়ুনঃ সুন্দরবনের লক্ষ্মীপুজো কার্নিভাল, জাঁকজমকে কলকাতার দুর্গাপুজো কার্নিভালকে টেক্কা! বাড়ি বসেই দেখুন চোখধাঁধানো শোভাযাত্রা
এই বছর দুর্গাপুজোয় জয়নগর থানার পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল, মণ্ডপ থেকে শোভাযাত্রা কোনও ক্ষেত্রে ডিজে সাউন্ড বাজানো যাবে না। সেই নির্দেশ মেনে দুর্গাপুজোয় জয়নগর এলাকার পুজো কমিটিগুলি ডিজে বক্স ব্যবহার করেনি। সেই মতো কালীপুজোতেও যাতে এই ডিজে বক্স ব্যবহার না করা হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়া সমস্ত পূজা কমিটিকে একটি করে নৈশ্য প্রহরীর জন্য কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে প্রত্যেকটি মণ্ডপে ৫-৬ জনের একটি টিম থাকতে হবে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ের উপর নজর রাখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় বাজানো যাবে না ডিজে! গড়তে হবে বিশেষ কমিটি, আলোর উৎসব শুরুর আগেই একাধিক নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement