Birbhum News: এই সরকার বাড়িতেই পুজো করতেন স্বয়ং বামাক্ষ্যাপা! তারাপীঠে গেলে অবশ্যই ঢুঁ মাড়ুন এখানে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: ৩০৮ বছর ধরে পুজো হয়ে আসছে এই দুর্গা প্রতিমার, যেখানে আরতি করতেন স্বয়ং বামাক্ষ্যাপা!
বীরভূম,সৌভিক রায়: বীরভূম লাল মাটির শহর হিসাবে পরিচিত। আর এই বীরভূমের মধ্যে রয়েছে পাঁচটি সতীপীঠ। অন্যদিকে রয়েছে সিদ্ধপীঠ তারাপীঠ। আর এই তারাপীঠের পাশেই রয়েছে আটলা বামাক্ষ্যাপার মন্দির। আজও প্রচীন ঐতিহ্য বজায় রেখে বামাক্ষ্যাপার স্মৃতিবিজড়িত পুজো হয়ে আসছে রামপুরহাট থানার অন্তর্ভুক্ত আটলা গ্রামের সরকার বাড়িতে। যতদিন যাচ্ছে এই পুজোর জৌলুস ততই বাড়ছে। আটলা গ্রামের সরকার বাড়ির পুজো আনুমানিক প্রায় ৩০৮ বছরের বেশি।
মন্দিরে দায়িত্বে থাকা সদস্যদের মারফত জানা গিয়েছে, বোধনের দিন ঘট মণ্ডপে আনার পর থেকেই আটলা গ্রামের সরকার বাড়ির পুজো শুরু হয়। সেই দিন থেকেই প্রতিদিন চলে পুজো এবং চণ্ডীপাঠ। পুজোর প্রতিষ্ঠাতা তৎকালীন আটলা গ্রামের জমিদার ঘনশ্যাম সরকার। এলাকার স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে তিনি খুব ধার্মিক ছিলেন। এলাকার মানুষকে পুজোর কটা দিন আনন্দে রাখতে তিনি মন্দির বানিয়ে একচালার সাবেকি মৃন্ময়ী প্রতিমা গড়ে পুজোর সূচনা করেন।
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?
যদি এর পরবর্তীতে জানা গিয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি ভেঙে পড়েছে। কিন্তু পুজো বন্ধ হয়নি। মাটির মন্দির নির্মাণ করে পুজো চলত। কথিত আছে, সরকার পরিবারের বংশধর দুর্গাদাস সরকারের হাত ধরে মাত্র ১৩ বছর বয়সে তারাপীঠ মন্দিরে ফুল তোলার কাজে যোগ দেন বামাক্ষ্যাপা। পরবর্তী সময়ে পুজোর দিনগুলিতে নিজের গুরুদেব কৈলাশপতিকে সঙ্গে নিয়ে সরকার বাড়ির পুজোয় অংশ নিতেন সাধক বামাক্ষ্যাপা।
advertisement
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?
জানা গিয়েছে ১৩৬০-৬২ বঙ্গাব্দে সরকার বাড়িতে অর্থাভাব দেখা দেওয়ায় পুজো প্রায় বন্ধ হয়ে আসছিল। সেসময় তাঁরা গ্রামের অহিভূষণ চট্টোপাধ্যায়কে পুজোর দায়িত্ব দিয়ে সপরিবারে ভাগলপুর চলে যান। কিন্তু অহিভূষণের আর্থিক অবস্থা ভাল না থাকায় এগিয়ে আসেন গ্রামের কুমারিশচন্দ্র সরকার। তখন থেকেই পুজো চালিয়ে আসছেন চট্টোপাধ্যায় ও সরকার বাড়ির সদস্যরা। তাই এবার বীরভূম গেলে অবশ্যই ঘুরে আসুন এই দুর্গা মন্ডপ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 10:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: এই সরকার বাড়িতেই পুজো করতেন স্বয়ং বামাক্ষ্যাপা! তারাপীঠে গেলে অবশ্যই ঢুঁ মাড়ুন এখানে
