Hooghly News: রেশন থেকে চাল-আটা তুলেই বিক্রি করে দিচ্ছে গ্রাহকরা! আসরে নামলেন বিধায়ক

Last Updated:

বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-২ গ্রাম পঞ্চায়েতের শেরপুর মাঠে চলছিল দুয়ারে রেশনের শিবির।অভিযোগ, গ্রাহকরা রেশন তুলে সেখানেই ফড়েদের হাতে বিক্রি করে দিচ্ছিল। এলাকা পরিদর্শনে বেরিয়ে বিষয়টি দেখতে পান বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

+
রেশনের

রেশনের সামগ্রী বিক্রি হওয়ার আগে আটক করলেন বিধায়ক

হুগলি: রেশনের চাল, গম পাচার হয়ে যাচ্ছিল ফোড়েদের কাছে। ঘটনার কথা জানতে পেরেই আসরে নামলেন খোদ বিধায়ক। ঠেকিয়ে দিলেন কালো বাজারে। বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার সকালে ফোড়েরা গ্রামবাসীদের থেকে রেশনের সামগ্রী কেনার সময় হাতে নাতে ধরে ফেলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এরপর পুলিশ রেশনের সামগ্রী সহ ফোড়েদের গাড়ি বাজেয়াপ্ত করে।
বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-২ গ্রাম পঞ্চায়েতের শেরপুর মাঠে চলছিল দুয়ারে রেশনের শিবির।অভিযোগ, গ্রাহকরা রেশন তুলে সেখানেই ফড়েদের হাতে বিক্রি করে দিচ্ছিল। এলাকা পরিদর্শনে বেরিয়ে বিষয়টি দেখতে পান বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। চাল, আটা বিক্রি হচ্ছে দেখে পুলিশকে ফোন করেন। বলাগড় থানার পুলিশ এসে কয়েক কুইন্টাল চাল, আটা আটক করে লরি করে নিয়ে যায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, কয়েকদিন ধরেই অভিযোগ পাচ্ছিলাম রেশনের চাল, আটা বিক্রি হচ্ছে। গরিব মানুষের জন্য রেশন। সেই চাল, আটা বিক্রি কেন হবে? আজ শেরপুরে এসে দেখলাম অভিযোগ সত্যি। চাল, আটার মান খারাপ হলে রেশন নেওয়ার দরকার নেই। আমি নিজে এই চাল, আটা খাই।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান, রেশন থেকে পাওয়া চাল, আটা অনেকেই বিক্রি করে দেয়। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কাজলী দাস বলেন, রেশন থেকে কোনও মাল কিনি না। গ্রাহকরা রেশন তুলে বিক্রি করে, সেটা কিনি। আমি নিজেও তৃনমূল কর্মী। কিন্তু দল থেকে কোনও সাহায্য প‌ইনি, তাই এই কাজ করি।দলের কর্মী রেশনের মাল কিনছে শুনে বিরক্ত হন বিধায়ক। তাঁকে বলেন, দল কি তোমাকে চুরি করতে বলেছে? রেশন ডিলার বাচ্চু মুখোপাধ্যায় বলেন, রেশন নেওয়ার পর গ্রাহকরা কী করছে সেটা তাঁদের ব্যাপার। দেখি অনেকেই চাল, আটা বিক্রি করে দেন।এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রেশন থেকে চাল-আটা তুলেই বিক্রি করে দিচ্ছে গ্রাহকরা! আসরে নামলেন বিধায়ক
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement