Howrah News: বাকসারা আন্ডারপাস! চতুর্থবার সাংসদ নির্বাচিত হয়েই প্রথম কাজ প্রসূন বন্দোপাধ্যায়ের
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
চতুর্থবার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথম কাজ বাকসারা আন্ডার পাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন প্রসূন বন্দোপাধ্যায়।
হাওড়া: জয়ের পর হাওড়াবাসীর দুর্ভোগ কমাতে এবার যে প্রথম কাজ শিরোধার্য করেছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায় ! মানুষের জীবন ঝুঁকি কমাতে, এই কাজ করতে এর আগেও একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানান হয়েছিল। তবে এতদিন কোনও কাজ হয়নি। এবার ভোটের ফল বের হতে উচ্ছাসিত দলীয় কর্মী। জয়ের পর দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি দলের তৃণমূল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান, প্রসূন বন্দোপাধ্যায় |
চতুর্থবার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথম কাজ বাকসারা আন্ডার পাস এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন প্রসূন বন্দোপাধ্যায়। এই বিষয়ে খুব তাড়াতাড়ি রেলকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি | এমনকি রেল কর্তৃপক্ষ না পারলে নিজে উদ্যোগ নিয়েই আন্ডার পাস করবো, বলেই জানালেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় |পাশাপাশি হাওড়া সদরের উন্নয়নের জন্য তাঁর অপূর্ণ কাজগুলো করে মানুষের পাশে থেকে তিনি সর্বার্থকভাবে তা করার চেষ্টা করবেন বলেও জানালেন প্রসূন বন্দোপাধ্যায় |
advertisement
advertisement
দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি ঘন্টার পর ঘন্টা ক্রসিং এ আটকে থাকে মানুষ। অন্যদিকে এই পথে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। তার জেরেই এই জয়ের পর জেলার মানুষকে স্বস্তি দিতেই, জয়ের পর চতুর্থ বার সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাবওয়ে তৈরির শপথ নিলেন হাওড়া সদর নব নির্বাচিত সাংসদ প্রসূন ব্যানার্জি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2024 5:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাকসারা আন্ডারপাস! চতুর্থবার সাংসদ নির্বাচিত হয়েই প্রথম কাজ প্রসূন বন্দোপাধ্যায়ের