কোভিড প্রটোকল মেনে আড়াই মাস পর খুলল বীরভূমের বক্রেশ্বর সতীপীঠ ও শিব মন্দির

Last Updated:

মন্দিরের গর্ভগৃহের পুজো শুরু হয়, আসতে থাকেন ভক্তরাও।

#বীরভূম: দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর আজ, ১৫ জুন থেকে খুলল বীরভূমের বক্রেশ্বরের সতীপীঠ ও শিব মন্দির। করোনা আতঙ্কে জেলার অন্যান্য সতীপীঠের সঙ্গে বক্রেশ্বর মন্দির বন্ধ করেছিল মন্দির কর্তৃপক্ষ। এরপর আনলক ওয়ানের আওতায় ধীরে ধীরে সমস্ত মন্দির খুলেছে। গতকাল সন্ধ্যায় বৈঠকে বসে বক্রেশ্বর মন্দির কর্তৃপক্ষ, প্রায় ঘন্টাখানেক ধরে চলে বৈঠক। সেই বৈঠকে আলোচনার ভিত্তিতে ঠিক করা হয় বক্রেশ্বর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে হাত স্যানিটাইজারে ধুয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এছাড়াও ভক্তদের মধ্যে দূরত্ব থাকবে ৩ মিটার করে, মন্দিরের গর্ভগৃহের ৫ জনের বেশি প্রবেশ নিষেধ করা হয়েছে। পাশাপাশি মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে মন্দিরের ভেতরে। মাস্ক পড়তে হবে মন্দিরের পুরোহিত থেকে আগত ভক্তদের।
বক্রেশ্বর মন্দিরের বিভিন্ন জায়গায় আজ সকালে এই সমস্ত নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে। মন্দির খুলতেই মন্দিরের গর্ভগৃহের পুজো শুরু হয়, আসতে থাকেন ভক্তরাও। সপ্তাহের প্রথম দিন সোমবার যেহেতু শিব পূজার দিন সেই জন্য সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে মন্দিরের ভেতরে। তবে স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল আজ বেশি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে ভিড় যদি বাড়তে থাকে সে ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসে আরও বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে পারে।
advertisement
Supratim Das
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোভিড প্রটোকল মেনে আড়াই মাস পর খুলল বীরভূমের বক্রেশ্বর সতীপীঠ ও শিব মন্দির
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement