Bahrampur News: সরকারি গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, গাড়িতে আগুন ক্ষিপ্ত জনতার
- Published by:Rukmini Mazumder
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
কান্দি থানার ভবানীপুর মাঠপাড়া এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
বহরমপুর: কান্দি থানার ভবানীপুর মাঠপাড়া এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। মৃতের নাম নাশাই শেখ (৩২)। ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কান্দি বহরমপুর রাজ্য সড়কে। কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। গাড়ির চালক সম্রাট মণ্ডলকে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।
সোমবার সকালে কান্দি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল নদিয়ার করিমপুরের সাব রেজিস্ট্রারের গাড়িটি। গাড়ির চালক সাব রেজিস্ট্রার চঞ্চল মণ্ডলকে নিয়ে করিমপুর ফিরছিলেন। যাওয়ার পথে কান্দি থানার কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর ভবানীপুর মাঠপাড়া এলাকায় সরকারি গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে একটি মোটর বাইকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলে মৃত্যু হয় মটর বাইক আরোহী নাশাই শেখের। মৃতর বাড়ি কান্দি থানার গোকর্ন চাটরা গ্রামে। ঘটনার পরই ক্ষিপ্ত জনতা গাড়ি চালকের শাস্তির দাবিতে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
এলাকাবাসী আবু তারিফ বলেন, '' অর্থ দফতরের গড়িটি রাস্তার উল্টোদিক দিয়ে যাচ্ছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে।'' এলাকাবাসী আবদুল হাকিম বলেন, '' সরকারি গাড়িটির ধাক্কায় ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। গাড়িটির বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে। আর সেই কারণেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।'' কান্দি দমকলের আধিকারিক বাঙাসিতা সাহা বলেন, '' আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে পৌঁছাই। পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রণে আছে।''
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 9:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bahrampur News: সরকারি গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, গাড়িতে আগুন ক্ষিপ্ত জনতার