Bahrampur News: সরকারি হোম থেকে ১১ আবাসিক নিখোঁজ, চাঞ্চল্য বহরমপুর জুড়ে
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
স্কুলের ভিতর থেকে সপ্তম, অষ্টম ও নবম শ্রেনীর ছাত্ররা কী করে স্কুলের প্রাচীর টপকে সবার অলক্ষ্যে পালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
বহরমপুর: সরকারি হোম থেকে ১১ আবাসিক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে। বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে ১১জন আবাসিক পলাতক। বৃহস্পতিবার কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে যাবার পর থেকে তাঁরা আর হোমে ফেরেননি। বহরমপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। স্কুলের ভিতর থেকে সপ্তম, অষ্টম ও নবম শ্রেনীর ছাত্ররা কী করে স্কুলের প্রাচীর টপকে সবার অলক্ষ্যে পালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে ১১ আবাসিক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে। এই সরকারি হোমে প্রায় ৬২জন আবাসিক রয়েছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার কাজী নজরুল ইসলাম হোমের ২০জন আবাসিক পাশেই কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে গিয়েছিলেন। দ্বিতীয় পিরিয়ডের পর হোমের এক ছাত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানায় তাঁদের হোমের কয়েকজন ছাত্র স্কুলে নেই। এরপরই স্কুল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখে, ১১ জন ছাত্র নিখোঁজ। সঙ্গে সঙ্গে হোমকর্তৃপক্ষকে জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় বিশ্বাস। বহরমপুর থানার পুলিশ তদন্ত করতে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্কুলের বাউন্ডারি পাঁচিল টপকে পালিয়েছে আবাসিকরা । শুক্রবার সকালেও বহরমপুর থানার পুলিশ স্কুল ও হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। গোটা স্কুলের সিসিটিভি ফুটেজ ও শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।
advertisement
হোম কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। কাজী নজরুল ইসলাম হোমের দারোয়ান পরিমল ঘোষ বলেন, '' হোমের অনেক ছাত্রই পাশের স্কুলে পড়াশোনা করে। প্রতিদিনই ওরা স্কুলে যেত। তবে স্কুল শেষ হওয়ার পর সময় মত আবার হোমে ঢুকেও যেত।'' কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় বিশ্বাস বলেন, '' ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হোমের অন্যান্য ছাত্ররা বিষয়টি জানাতেই আমি বাকি ছাত্রদের থেকে খোঁজ নিয়ে জানতে পারি ১১জন পড়ুয়া স্কুল থেকে নিখোঁজ। তবে ওরা কিন্তু স্কুলে আসার পর কোনও ক্লাসেই ঢোকেনি। ক্লাসে না ঢুকে স্কুলের পিছনের পাঁচিল টপকেই ওরা পালিয়েছে।''
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 12:52 PM IST