চরম উত্তপ্ত বগটুই, লালনের স্ত্রীয়ের খুনের অভিযোগ, রাস্তায় বসে বিক্ষোভ গ্রামবাসীদের

Last Updated:

বিকেলের পর মৃত্যুর খবর আসার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় বগটুই গ্রামে৷ লালনের পরিবারের লোকের এসে হাজির হন থানায়৷

#বগটুই: ফের উত্তাপ বাড়ছে রামপুরহাটের বগটুই গ্রামে৷ বগটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে৷ সেই খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বগটুই গ্রামে৷ সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামের মানুষ ও মৃত লালন শেখের বাড়ির লোকেরা৷ তাঁরা মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন৷ অবরোধ হয়েছে ১৪ নম্বর জাতীয় সড়কে৷
বিকেলের পর মৃত্যুর খবর আসার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় বগটুই গ্রামে৷ লালনের পরিবারের লোকের এসে হাজির হন থানায়৷ তার পর তাঁরা বসে পড়েন বগটুই মোড়ে৷ সেখানে লালনের স্ত্রী বলেন, ‘‘আমার স্বামীকে মেরে দিয়েছে সিবিআই৷ আমাদের এখনও কোনও খবর দেয়নি৷ আমরা সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি৷ আমার মেয়ে আমাকে ফোন করে খবর দিয়েছে৷ আমি তারপর জানতে পেরেছি৷ আমরা সিবিআই-এর কাজের বিচার চাই৷ আমি খবরে জেনেছি আমার স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
এর পর বগটুই মোড়ে বসেই ক্রমাগত একাধিক অভিযোগ তুলতে থাকেন তিনি৷ বলেন, সিবিআইয়ের গ্রেফতারি থেকে মুক্তির জন্য টাকা চাওয়া হয়েছিল৷ সেই টাকা তিনি দিতে পারেননি বলেই এই ঘটনা ঘটেছে৷ পাশাপাশি লালনের প্রতিবেশীরা বলেন, জিজ্ঞাসাবাদের সময় ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে লালনের উপর৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷ আত্মহত্যার ঘটনা বানিয়ে তোলা৷
advertisement
উল্লেখ্য, পান্থশ্রীতে সিবিআই হেফাজতে থাকা বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর খবর আসে সন্ধ্যাবেলা৷ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় লালনের৷ তারপরেই উত্তপ্ত হয় বগটুই৷ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে লালনকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চরম উত্তপ্ত বগটুই, লালনের স্ত্রীয়ের খুনের অভিযোগ, রাস্তায় বসে বিক্ষোভ গ্রামবাসীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement