WB by elections Results 2024: বিজেপি গড়ে ফুটল ঘাসফুল, বাগদায় জয় পেয়ে বাংলার সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর

Last Updated:

West Bengal by elections Results 2024 Updates: বাগদায় বিজেপি গড়ে ঘাসফুল ফুটিয়ে বাংলার সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্না ঠাকুর, করতে চান মানুষের জন্য কাজ

জয়ী মধুপর্না ঠাকুর
জয়ী মধুপর্না ঠাকুর
বাগদা: বাগদা উপনির্বাচনে প্রায় ২০ হাজার ভোটে জয়ী হবেন তিনিই, দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফে প্রথম নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। গণনা শেষ হতেই দেখা গেল বাগদা বিধানসভা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর ৩৩ হাজার ৬৬৪ ভোটে জয়ী হয়েছেন। আর তাতেই যেন মিলে গেল সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা বছর ২৫-র তৃণমূল প্রার্থীর কথা।
ইতিমধ্যেই এই জয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে পাশাপাশি চলছে সবুজ আবির খেলা। নির্বাচনী প্রচারে নেমে মধুপর্ণা জানিয়েছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি গড় হিসেবে উঠে আসা বনগাঁয় তিনি ঘাস ফুল ফোটাবেন। অবশেষে সেই কথাও সত্যি করলেন ঠাকুরবাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য। তিনি এবার হলেন বাংলার বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক।
আরও পড়ুনঃ একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে জীবনভর! ১০ মিনিটে বানিয়ে নিন এই ভর্তা, গরম ভাতে জমে ক্ষীর
উপনির্বাচনে ভোট প্রচারে বাগদা এলাকার এ প্রান্ত থেকে সে প্রান্ত চষে বাড়াতে দেখা গিয়েছিল মধুপর্নাকে। বাড়ি বাড়ি ঢুকে মানুষের মনের কাছে পৌঁছনোর চেষ্টা করেছিলেন। আর তাতেই যেন কোথাও বিজেপির থেকে অনেকাংশে এগিয়ে গিয়েছিলেন ঘরের মেয়ে হয়ে ওঠা মধুপর্ণা, তা এদিন প্রকাশ্যে আসা ভোটের ফলাফল থেকেই স্পষ্ট। বাগদা বিধানসভা এলাকায় মতুয়া ভোট ব্যাঙ্কও মধুপর্ণার সঙ্গে ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
advertisement
বনগাঁ লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুরকে প্রার্থী করা হয়েছিল আর তাতেই জয় মেলে এই কেন্দ্রে। এরপরই বাগদা উপনির্বাচন ঘোষণা হওয়ায়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়, ঠাকুরবাড়ির এই সদস্যকে। কিছুদিন আগেই নিজের পৈত্রিক ভিটে, তথা বড়মা বীণাপানি দেবীর ঘর ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছিলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য কপিলকৃষ্ণ ঠাকুর ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। মতুয়া ভক্তদের একাংশ তার সঙ্গে এই লড়াইয়ে শামিল হয়েছিলেন, যা বিশেষ নজর কাড়ে তৃণমূল নেতৃত্বের।
advertisement
আরও পড়ুনঃ পর্যটনকেন্দ্রে ঠাসা পশ্চিম মেদিনীপুরও! এই ৫ অচেনা জায়গা বর্ষায় বেড়ানোর আদর্শ, অল্প খরচে ঘুরে আসুন
বর্তমানে মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ-সংঘাধিপতি। ঠাকুরনগরে অবস্থিত পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক মধুপর্ণা। ঠাকুরবাড়ি হোক বা মতুয়া আন্দোলন সবেতেই নতুন মুখ হিসেবে উঠে এসেছিল মধুপর্ণা। অবশেষে বাগদা বিধানসভা উপনির্বাচনে জয়ের মধ্যে দিয়ে যেন প্রত্যক্ষ রাজনৈতিক জীবনের শুভারম্ভ করলেন মধুপর্ণা ঠাকুর।
advertisement
এ প্রসঙ্গে মধুপর্ণা জানান, মানুষের আশীর্বাদ মেলায় এই ফল। তাই বাগদার বাসিন্দাদের সকলকে তিনি ধন্যবাদ জানান তার উপর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার জন্য। তিনি বলেন মানুষ বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উন্নয়ন ঘটাতে পারে। আর এবার তিনি সেই মানুষের জন্যই কাজ করতে চান। এরপরই মধুপর্ণা জানান তিনি বাগদায় স্থায়ী ভাবে থেকে মানুষের কাজ করবেন। বড়মা বীণাপানি দেবীর যে ঘর নিয়ে অনশনে বসে ছিলেন সেই ঘর নিয়ে কোর্টের নির্দেশের পর, সেই ঘরের তালা খুলবেন বলেও জানান। সম্পর্কের দাদা শান্তনু ঠাকুর বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন, বোনও এবার বাগদা উপ নির্বাচনে জয়ী হওয়ার পর মিলেমিশে ছোটবেলার মতো থাকারই ইচ্ছা প্রকাশ করলেন মধুপর্ণা।
advertisement
তবে আগামী দিনের রাজনৈতিক ময়দান থেকে ঠাকুরবাড়ির পরিবারের অন্দরে কতটা মিল রেখে মানুষের কাজ করতে পারেন মধুপর্ণা এখন সেটাই দেখার। তবে এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা। বাগদা জুড়ে এখন শুধুই চলছে সবুজ আবিরের ঝড়। তৃণমূলের জেলা নেতৃত্ব নারায়ণ গোস্বামী থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ মা মমতা বালা ঠাকুরও রয়েছেন মধুপর্ণার সঙ্গে। বিজেপি গড়ে, তৃণমূলের এই কামব্যাক আগামী দিনের বড় কোনও সংকেত দিচ্ছে কিনা এখন সেটাই দেখার।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB by elections Results 2024: বিজেপি গড়ে ফুটল ঘাসফুল, বাগদায় জয় পেয়ে বাংলার সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement