Bangla News: স্কুলের পাশ থেকে গলগল করে বেরচ্ছে বিকট গন্ধের ধোঁয়া! আতঙ্ক হাসনাবাদে, কী ঘটল?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bangla News: স্কুলের পাশেই একটি গর্ত থেকে বেরচ্ছিল ধোঁয়া, আতঙ্কে এলাকার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ।
বসিরহাট: এ যেন রীতিমতো ধোঁয়া নিয়ে ধোঁয়াশা! স্কুলের পাশে মাটির ভিতরের গর্ত থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। আর মাটি থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত অনেকেই। এই ঘটনায় যেন এলাকায় উত্তেজনা ছড়ায়।দেখা গিয়েছে মাটি থেকেই বেরোচ্ছে এই ধোঁয়া, সঙ্গে বিদঘুটে গন্ধ ৷ ঘটনাটি উত্তর ২৪ পরগণার বসিরহাট মহাকুমার হাসনাবাদ মাখালগাছা কৃষ্ণপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় কয়েকজন তীব্র ঝাঁঝালো গন্ধ অনুভব করেন। এর পর খতিয়ে দেখতেই দেখেন যে স্কুলের পাশেই একটি গর্ত থেকে বার হচ্ছে ধোঁয়া। এই বিষয়টি নিয়ে আতঙ্কে এলাকার মানুষ। এরপর খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইছামতি বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ শিশু-প্রসূতির খাবারে ওটা কী! ভয়ানক অভিযোগে তোলপাড় বাঁকুড়া, কী ছিল জানলে হাড়হিম হবে
ঘটনাস্থল পরিদর্শন করে বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান, সম্ভবত মাটির নিচে কোথাও আবর্জনা জমে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্য সচেতন করেন। তবে এই ঘটনায় যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তা বলাই বাহুল্য।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2024 6:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: স্কুলের পাশ থেকে গলগল করে বেরচ্ছে বিকট গন্ধের ধোঁয়া! আতঙ্ক হাসনাবাদে, কী ঘটল?