ডিভিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভের মুখে বাবুল
Last Updated:
তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সু্প্রিয় ৷
#আসানসোল: তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সু্প্রিয় ৷ ডিভিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাবুলকে কালো পতাকা দেখাল তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা ৷
সোমবার অন্ডালে দুর্গাপুর স্টিল তাপবিদ্যুত কেন্দ্রে বিকেল চারটে নাগাদ পরিদর্শন করতে আসেন বাবুল ৷ আসার সময় তাপবিদ্যুত কেন্দ্রের গেটের সামনে ২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস । গো-ব্যাক বাবুল পোষ্টার ও শ্লোগানের সঙ্গে সঙ্গে কালো পতাকাও দেখানো হয় বাবুল সুপ্রিয়কে ।
প্রথমে বাবুল তাপবিদ্যুত কেন্দ্রে ঢুকতে না পারলেও ১৫ মিনিট পরে ফিরে আসেন । তখন পুলিশ ও সিআইএসএফ প্রহরায় তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করেন । প্রায় দেড় ঘন্টা দুর্গাপুর স্টিল তাপবিদ্যুত কেন্দ্রে ছিলেন বাবুল । এদিন অন্ডাল মোড়ে একটি বিজেপির মিছিল পৌঁছালে তৃণমূল সমর্থকেরা তাদের হেনস্থা করে বলে অভিযোগ, যদিও পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2017 8:04 PM IST