‘আমার যা গিয়েছে তা গিয়েছে’...যুদ্ধের বিপক্ষে মন্তব্য করায় ট্রোলড বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা
Last Updated:
ভারতের এই প্রত্যাঘাতে যখন দেশবাসীর মুখে যুদ্ধের স্লোগান, তখন উল্টো সুরে কথা বলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল শহিদপত্নীকে ৷
#বাউড়িয়া: যুদ্ধ হলে শুধু আবার কোনও মায়ের কোল খালি হবে, স্ত্রী তাঁর প্রিয়তমকে হারাবে, সন্তান হারাবে তাঁর বাবাকে... ৷ এমনটাই মনে করেন পুলওয়ামা জঙ্গি হামলায় শদিহ বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা ৷
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানের কনভয়ে বিস্ফোরণে প্রাণ গিয়েছিল ৪২ জন সেনা জওয়ানের ৷ শহিদ জওয়ানের তালিকায় নাম উঠেছে বাউড়িয়ার বাবলু সাঁতরারও ৷ ইতিমধ্যেই ওই ঘটনার প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷ পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোটে বায়ুসেনার এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে গিয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি ৷ ভারতের এই প্রত্যাঘাতে যখন দেশবাসীর মুখে যুদ্ধের স্লোগান, তখন উল্টো সুরে কথা বলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল শহিদপত্নীকে ৷ কিন্তু এরপরেও নির্বিকার মিতা ৷ জওয়ানের স্ত্রীর মতোই প্রবল মানসিক দৃঢ়তায় তিনি নিজের অবস্থানে স্থির রইলেন ৷
advertisement
বললেন, ‘‘এ নিয়ে কোনও প্রতিক্রিয়া আমার কাছ থেকে পাবেন না ৷ তবে জওয়ানদের আরও নিরাপত্তা দেওয়া উচিত ছিল সরকারের ৷ সেনার গাড়িতে আইইডি জ্যামার বসানো যেত না?’’- প্রশ্ন তুলে দিলেন নিহত সেনার স্ত্রী ৷
advertisement
শুধু তাই নয় মিতা এদিন বলেন, ‘‘১৪ ফেব্রুয়ারির পর আর কোনও কিছুই আমাকে স্পর্শ করতে পারে না ৷ আমার যা গিয়েছে তা গিয়েছে ৷ তাই যে যা খুশি বলতে পারে ৷ আমি ভয় পাই না ৷’’
advertisement
আধুনিক ইতিহাস নিয়ে এমএ করেছেন মিতা ৷ পেশায় তিনি স্কুল শিক্ষিকা ৷ ছয় বছরের মেয়েকে আঁকড়ে ধরে তিনি বললেন, ‘‘আমাকে সিআরপিএফ জয়েন করার অফার দেওয়া হয়েছে ৷ কিন্তু সেটা করব কিনা এখনও স্থির করিনি আমি ৷ কারণ এই চাকরিতে বদলি হতে হবে ৷ কিন্তু ঘরে আমার বৃদ্ধ শাশুড়ি মা রয়েছেন ৷ আমি তাঁর দেখাশোনা করি ৷ তাই রাজ্য সরকারের চাকরি চাই আমি ৷ সেই আশ্বাসও আমাকে সরকারের তরফে দেওয়া হয়েছে ৷’’
advertisement
দেখুন আরও গ্যালারি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
February 28, 2019 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আমার যা গিয়েছে তা গিয়েছে’...যুদ্ধের বিপক্ষে মন্তব্য করায় ট্রোলড বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা