North 24 Parganas News: খালি পায়ে সাইকেলে বারাসাতের রাস্তায় অযোধ্যার যুবক, কারণ জানলে অবাক হবেন 

Last Updated:

হঠাৎই জেলা সদর শহর বারাসাতের রাস্তায় দেখা মিলল খালি পায়ে সাইকেল চালাচ্ছেন এক যুবক। সাইকেলের সামনে উড়ছে ভারতের পতাকা।

+
সাইকেল

সাইকেল যাত্রী যুবক

উত্তর ২৪ পরগনা: হঠাৎই জেলা সদর শহর বারাসাতের রাস্তায় দেখা মিলল খালি পায়ে সাইকেল চালাচ্ছেন এক যুবক। সাইকেলের সামনে উড়ছে ভারতের পতাকা। স্থানীয় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে জল পান করতেই, তাকে ঘিরে বেশ কিছু উৎসাহি মানুষের ভিড় লক্ষ্য করা গেল। খালি পায়ে কেন এভাবে সাইকেল চালাচ্ছেন যুবক! খোঁজ নিতেই জানা গেল সুদূর অযোধ্যা থেকে খালি পায়ে সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন দিনকার দাস। রামলালার জন্মভূমি অযোধ্যার বাসিন্দা হয়েও রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকেননি এই যুবক, তার পেছনেও রয়েছে অবাক করা কারণ।সাইকেলে খালি পায়ে গত এক বছর ধরে দেশের নানা প্রান্ত ঘুরে অবশেষে বাংলায় এসেছে সে। এই ভ্রমণের মাঝেই ১২ টি জ্যোতির্লিঙ্গ ও চারধাম দর্শন রয়েছে।
ভিন রাজ্যের যুবক দিনকরের সঙ্গে কথা বলে জানা যায়, বহু সংস্কৃতির মানুষের বাস এই দেশে। আর ভারত ভ্রমণের মধ্যে দিয়েই সেই সংস্কৃতির ছোঁয়া মেলে। এই ধারণা থেকেই খালি পায়ে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার উদ্দেশেবেরিয়েছেন তিনি। ভারত ভ্রমণের মধ্যে দিয়ে দেশের নানা সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে তাদের সংস্কৃতির ছোঁয়া নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে যুবকের এমন উদ্যোগ রীতিমত নজর কাড়ছে পথ চলতি মানুষদের মধ্যে। এছাড়াও চলার পথে বিভিন্ন স্কুল বিদ্যালয়ে দাঁড়িয়ে যুবক প্রচার করছেন নেশা মুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি গাছ রক্ষা করে ও নতুন ভাবে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার। প্রায় এক বছরের কাছাকাছি খালি পায়ে সাইকেল যাত্রা করলেও যুবকের দাবী, এখনও পর্যন্ত কোন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে। এমনকি কোন প্রকার ওষুধও খেতে হয়নি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারত ভ্রমণ করা যুবকের এই তরুণের।
advertisement
advertisement
ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি, ওড়িশা হয়ে যুবক এসেছেন বাংলায়। এদিন বারাসাতের কাছেই দেখা মিলল ভিন রাজ্যের খালি পায়ে সাইকেল চালিয়ে ভারতযাত্রা করা এই যুবকের। এরপর ঝাড়খন্ড হয়ে জম্বু কাশ্মীরের দিকে যাত্রা করবেন বলেও জানান এই অযোধ্যা বাসী যুবক। পথে বিভিন্ন মন্দির, পেট্রোল পাম্পে ও অনেক সময় বিভিন্ন পথ চলতি মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে এই ভারত ভ্রমণযাত্রা করছেন দিনকর দাস। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে উপস্থিত না থাকতে পারলেও যুবকের দাবী রাম জন্মভূমিতে জন্মেও তার বিন্দুমাত্র আক্ষেপ নেই রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকতে না পারার। কারণ, রামও দীর্ঘ সময় বনবাসে কাটিয়েছিলেন। তার মধ্য দিয়েই মানুষের সেবায়, মানুষের পাশে থেকে কাজ করেছেন সঙ্গেবিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই যুক্তিকে সামনে রেখেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় অযোধ্যা বাসী দিনকর তখন খালি পায়ে ভারত ভ্রমণে ব্যস্ত। যুবক এখন পথ চলতি সকলকেই বার্তা দিচ্ছেন জীবনে অন্তত একবার সকলকেই ভারত ভ্রমন করার।
Rudra Nrayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: খালি পায়ে সাইকেলে বারাসাতের রাস্তায় অযোধ্যার যুবক, কারণ জানলে অবাক হবেন 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement