Gold Medal: প্রতিযোগিতার আগে লিগামেন্টে চোট! আন্তজাতিক দৌড়ে রানাঘাটের আতর আলির দু'টি স্বর্ণপদক
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ দেশের হয়ে দুইটি স্বর্ণপদক জিতে ভারতের নাম আর উজ্জ্বল করল রাণাঘাটের ভূমি পুত্র আতর আলী
রানাঘাট: অসম্ভব ইচ্ছে শক্তি ও কঠোর পরিশ্রমের ফল খেতে খুবই মিষ্টি। আবারও রানাঘাটের আতর বিশ্ব দরবারে সফলতা। ২১ জুন থেকে ২৫ জুন অনুষ্ঠিত হওয়া ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ দেশের হয়ে দুইটি স্বর্ণপদক জিতে ভারতের নাম আর উজ্জ্বল করল রাণাঘাটের ভূমি পুত্র আতর আলি।
৪০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নিজের সেরাটুকু দিয়ে অন্যান্য দেশের খেলোয়াড়দের পরাজিত করে নিজের জয়ের পতাকা সারা বিশ্বের সামনে তুলে ধরলেন আতর। পাঁচদিনের এই চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে এদিন দেশে ফিরে নানা জায়গা থেকে সংবর্ধনা আর শুভেচ্ছাবার্তা পান আতর৷ ঠিক একইভাবে ট্রেন থেকে নেমে নিজের শহর রানাঘাটে পা রাখতেই সকলের শুভেচ্ছা ও ভালবাসা পেল আতর, উত্তরীয় পুষ্পস্তবক তুলে দেওয়া হল তার হাতে, মিষ্টিমুখ করিয়ে খুশির আমেজে মাতলেন সকলে।
advertisement
আরও দেখুন – Kasba Law College Incident: কলেজে সেদিন রাতে ঠিক কী হয়েছিল? হাড়হিম বর্ণনা অভিযোগকারী ছাত্রীর
advertisement
এদিন আতর জানায়, ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক পাওয়ার পরে ২০০ মিটার দৌড়ের আগে লিগামেন্টে ব্যাপকভাবে চোট লাগে তার। তারপরেও ইচ্ছাশক্তি ও মনের জোরে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতাতেও স্বর্ণপদক জয় করে। তার এই সাফল্যে খুশি রানাঘাট সহ গোটা জেলাবাসী।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2025 11:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold Medal: প্রতিযোগিতার আগে লিগামেন্টে চোট! আন্তজাতিক দৌড়ে রানাঘাটের আতর আলির দু'টি স্বর্ণপদক









