Gardening tips: শীতকালে বাড়িতে গাছ লাগিয়েও ফুটছে না ফুল? কারণ জানালেন বাঁকুড়ার শিক্ষক

Last Updated:

Gardening tips: শিক্ষক নির্মাল্য ঘোষের নেশাটা একেবারে অন্য রকমের। তাঁর বাড়িতেই ছাদ এবং সংকীর্ণ উঠোন জুড়েই রয়েছে শতাধিক গাছ। তিনি জানান, এই বছর শীতকালে ফুল ফুটছে না।

+
শিক্ষক

শিক্ষক নির্মাল্য ঘোষ এবং তাঁর বাবা

বাঁকুড়া: বাঁকুড়ার আদিবাসী আবাসিক বিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষকতার অনেক আগে থেকেই অন্য এক নেশায় বুঁদ হয়ে থাকতেন তিনি। বাঁকুড়ার যোগেশ পল্লীর বাসিন্দা নির্মাল্য ঘোষ। পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ঠাকুরদার আমল থেকেই ঘোষ পরিবারের বিশেষ ভালোবাসা গাছের প্রতি। বাড়ির প্রত্যেকেই কম বেশি গাছ লাগানো থেকে পরিচর্যা করতে ভালোবাসেন। শিক্ষক নির্মাল্য ঘোষের নেশাটা একেবারে অন্য রকমের। তাঁর বাড়িতেই ছাদ এবং সঙ্কীর্ণ উঠোন জুড়েই রয়েছে শতাধিক গাছ।
পেশায় শিক্ষক কিন্তু নেশায় গাছ পাগল নির্মাল্য ঘোষ জানান, এটা একটা টিম ওয়ার্ক। আমার বাড়ির প্রায় প্রত্যেকেই গাছ পরিচর্যা করেন। ফলেই আমার একার পক্ষে এত গাছ সামলানো সহজ নয়। বাড়িতে মোট কতগুলি গাছ রয়েছে জানতে চাওয়ায় নিজেই ঠাহর করে বলতে পারেননি নির্মাল্য। অর্কিড, ক্যাকটাস, বিদেশি ফুল এবং দেশি গাছগাছালি ছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে, তার বনসাই কালেকশন। একজন বিশেষজ্ঞ গার্ডেনার হিসেবে বনসাই তৈরি করে আসছেন বহুদিন ধরে।
advertisement
advertisement
তিনি জানান, এই বছর শীতকালে ফুল ফুটছে না। তার কারণ শীত অনুভবই হচ্ছে না। নিজের অভিজ্ঞতা থেকে নির্মাল্য ঘোষ বলেছেন আবহাওয়া যথেষ্ট গরম, সেই কারণে শীতের ফুল ফুটতে দেরি হবে। তবে প্রস্তুতি চলছে পুরোদমে।
advertisement
নির্মাল্য বাবাকে নিয়ে একসঙ্গে লেগে পড়েন গাছগাছালি লাগাতে, মাটি তৈরি করতে এবং গাছের পরিচর্যা করতে। এছাড়াও নির্মাল্যর কাছে রয়েছে সেমি সেড উদ্ভিদ। অর্থাৎ কম আলোতে যে কাজগুলি ভালোভাবে বেড়ে উঠতে পারে। ফ্লাটে অথবা একান্ত যারা থাকতে পছন্দ করেন তারা চাইলেই নিজের ঘরের মধ্যেই এই গাছ রাখতে পারেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gardening tips: শীতকালে বাড়িতে গাছ লাগিয়েও ফুটছে না ফুল? কারণ জানালেন বাঁকুড়ার শিক্ষক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement