Howrah News: শোরুমের ভিতর ধূসর রঙের ওটা কী! সারা শরীর লোমে ঢাকা, কাছে যেতেই যা কাণ্ড ঘটল...
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Howrah News: গাছের উপর বনে জঙ্গলে আবার কখনওমানুষের বাড়িতে বাসা তৈরি করে। জেলার গ্রামাঞ্চলে এদের বেশি দেখা যায়। এদিন হাওড়ার বাগনানে একটি ইলেকট্রনিক শোরুমে ভাম বা এশিয়ান পাম সিভেট আটকে পড়ে।
হাওড়া: ইলেকট্রনিক্স শোরুমে দেখা মিলল ভাম বা ইন্ডিয়ান সিভেট! বেজির মতো দেখতে আকারে অনেকটা বড়। লিভেরিডি পরিবারের এটি গন্ধগোকুল জাতীয় প্রাণী। রঙ ধূসরের উপর কালো ডোরাকাটা ছোপ। লম্বা লেজ সূচালো মুখ গোটা শরীর লোম দিয়ে ঢাকা। নিশাচর প্রকৃতির এটি বিলুপ্তপ্রায় একটি প্রাণী।
গাছের উপর বনে জঙ্গলে আবার কখনওমানুষের বাড়িতে বাসা তৈরি করে। জেলার গ্রামাঞ্চলে এদের বেশি দেখা যায়। এদিন হাওড়ার বাগনানে একটি ইলেকট্রনিক শোরুমে ভাম বা এশিয়ান পাম সিভেট আটকে পড়ে। শোরুমের কর্মীরা দেখেন, সেখানে ক্রেতারা এসে প্রাণীটিকে দেখে হই হট্টগোল শুরু করে দেয়। অনেকেই এমন প্রাণী এর আগে কখনও দেখেনি। দেখার জন্য সেই সমস্ত মানুষ দারুণ উৎসাহিত হয়ে পড়ে।
advertisement
advertisement
এদিকে প্রাণীটিকে একপলক দেখা মাত্রই, শোরুমের স্টাফ অরূপ প্রামানিক যোগাযোগ করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাসের সঙ্গে। খবর পেয়ে সুমন্ত দাস ও ইমন ধাড়া ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে বহু লোকজন জড়ো হয়ে গেছে সেখানে। কিছুক্ষণের চেষ্টায় ভাম টিকে উদ্ধার করেন এবং সমস্ত মানুষদের প্রাণীটি সম্বন্ধে সচেতন করেন। একটি নিরাপদ স্থানে শোরুমের পাশেই একটি জঙ্গলে মুক্ত করে দেওয়া হয় প্রাণীটিকে।
advertisement
পরিবেশ প্রেমীদের কথায় জানা যায়, সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে সাপ পাখি বা এই ধরনের বন্যপ্রাণীদের দেখলে। তাদেরকে কোনওরকম অসুবিধার না করে বনদফতর বা পরিবেশ প্রেমীদের সঙ্গে যোগাযোগ করছে মানুষ। যাতে ওই প্রাণীর কোনও রকম ক্ষতি না হয়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2024 3:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শোরুমের ভিতর ধূসর রঙের ওটা কী! সারা শরীর লোমে ঢাকা, কাছে যেতেই যা কাণ্ড ঘটল...







